ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

এনামুলের প্রথম পাঁচ উইকেট, মোহামেডানের হার

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২ ০৩:৪৯

দুই দশকের লম্বা ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট পেলেন এনামুল। ছবি: ওয়ালটন দুই দশকের লম্বা ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট পেলেন এনামুল। ছবি: ওয়ালটন

স্পেশাল করেসপন্ডেন্টঃ ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের চলতি আসর চিরস্মরণীয় হয়ে গেল এনামুল হক জুনিয়রের জন্য। বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক শনিবার দারুণ এক অর্জন পেয়েছেন। বাঁহাতি এই স্পিনারের লিস্ট-এ ক্রিকেটে প্রথমবার ৫ উইকেট পেয়েছেন আজ। মিরপুর স্টেডিয়ামে মোহামেডানের বিরুদ্ধে রূপগঞ্জ টাইগার্সের হয়ে ৪১ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি।

লিস্ট-এ ক্রিকেটে এনামুলের অভিষেক হয়েছিল ২০০২ সালে। দুই দশকের লম্বা ক্যারিয়ার। ৩৫ বছর বয়সে এসে প্রথমবার ৫ উইকেট পেলেন তিনি। লংগার ভার্সনে ৫০০ উইকেট, ৩৫ বার ৫ উইকেট রয়েছে তার।

মিরপুর স্টেডিয়ামে তার ঘূর্ণিতেই শনিবার রূপগঞ্জ টাইগার্স ৭ উইকেটে পরাজিত করেছে মোহামেডানকে। 

আজ টসে হেরে আগে ব্যাট করা মোহামেডান ৩৮.১ ওভারে ১৪৩ রানে অলআউট হয়ে যায়। রনি তালুকদার ২৪, পারভেজ ইমন ১৪, রুবেল মিয়া ২৩, মাহমুদউল্লাহ ৪৮, শুভাগত হোম ১৫ রান করেন। রূপগঞ্জের পক্ষে এনামুল ৫টি, মুকিদুল ৩টি, নাসুম-শরীফউল্লাহ ১টি করে উইকেট নেন। পরে ৩৬.২ ওভারে ৩ উইকেটে ১৪৯ রান তুলে জয় পায় রূপগঞ্জ টাইগার্স। জাকির হাসান ২৪, আসিফ আহমেদ রাতুল ৪৮, ফজলে রাব্বি অপরাজিত ৩৯, সাদ নাসিম অপরাজিত ১৬ রান করেন। মোহামেডানের ইয়াসির আরাফাত মিশু ২টি, হাফিজ ১টি উইকেট নেন। এনামুল ম্যাচ সেরা হন।

বিকেএসপির ৩ নম্বর মাঠে সিটি ক্লাব ৩ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। আগে ব্যাট করে ব্রাদার্স ৮ উইকেটে ২৭০ রান তুলেছিল। জবাবে ৭ উইকেটে ২৭২ রান করে জয় তুলে নেয় সিটি ক্লাব। বিকেএসপির ৪ নম্বর মাঠে লেজেন্ডস অব রূপগঞ্জ ৯ রানে পরাজিত করেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। আগে ব্যাট করা মাশরাফির রূপগঞ্জ ৯ উইকেটে ২১৫ রানের স্কোর গড়েছিল। পরে ৪৯ ওভারে ২০৬ রানে অলআউট হয় শাইনপুকুর।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...