ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

আউটের পর ড্রেসিংরুমের দরজায় লাথি মাহমুদউল্লাহর

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২ ০২:০২

মাঠেই মেজাজ হারালেন রিয়াদ। ছবি: বিসিবি মাঠেই মেজাজ হারালেন রিয়াদ। ছবি: বিসিবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটে অন্যতম ভদ্র খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ। মাঠের পারফরম্যান্সে ভাটা পরলে সমালোচনার কবলে পড়েন এই ব্যাটার। অন্যতায় আলোচনায় খুব একটা কম থাকেন আজানা কারনে। তবে চলতি ডিপিএলে মেজাজ হারিয়ে সৃষ্টি করেছেন সমালোচনার। 

ডিপিএলে আজকের ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বোলিংয়ে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর ছোট ছোট জুটি গড়ে মোহামেডানকে মাহমুদউল্লাহই নিয়ে যাচ্ছিলেন লড়ার মতো অবস্থানে।কিন্তু ইনিংসের ৩৭তম ওভারের প্রথম বলে ঘটে বিপত্তি। এনামুল হক জুনিয়রের অফ স্টাম্পের বাইরের আর্ম বলটি মাহমুদউল্লাহর ব্যাট ছুঁয়ে উইকেটকিপার জাকির হাসানের গ্লাভসে যায়। ভালো লেংথ থেকে বলটি অস্বাভাবিক নিচু হওয়ায় কাট শট খেলার চেষ্টায় ব্যর্থ হন মাহমুদউল্লাহ।

৫২ বল খেলে ২টি চার ও ২টি ছক্কার পর মাহমুদউল্লাহ আউট হয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমের দিকে ফেরার পথে মাঠের বাইরে থাকা মাঠকর্মীর দিকে ব্যাট উঁচিয়ে কী যেন বলছিলেন। রাগে ফুঁসতে থাকা মাহমুদউল্লাহ ড্রেসিংরুমে প্রবেশ করেছেন দরজায় সজোরে লাথি দিয়ে। এমন অসমান বাউন্সের উইকেট নিয়েই হয়তো মাহমুদউল্লাহর যত হতাশা।

এনামুল পরের বলেও উইকেট পেয়েছেন। মোহামেডানের পেসার ইয়াসিরলন আরাফাতকে করা পরের বলটি ভালো লেংথ থেকে লাফিয়ে আঘাত করেছে অফ স্টাম্পের মাথায়। পরপর দুটি বলে বাউন্সের এমন তারতম্য ভুগিয়েছে মোহামেডানকে।

শেষ পর্যন্ত ৩৮.১ ওভারে ১৪৩ রানে অলআউট মোহামেডান। ৯.১ বলে ৪১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন রূপগঞ্জের এনামুল। এটি এনামুলের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট।

ম্যাচটি ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের দৌড়ে টিকে থাকতে হলে মোহামেডানকে জিততেই হবে। আজকের ম্যাচের আগে ৭ ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৮ নম্বরে ছিল মোহামেডান। প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স সেই তুলনায় এগিয়ে। ৬ ম্যাচ খেলে তাদের জয় ৩টি, ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৬-এ জাকিরদের অবস্থান।

 

 

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...