ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

আমি চ্যালেঞ্জ জানানোর জন্য খেলি না: নাসুম

নিউজ ডেস্ক
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২২ ১১:৩১

টি-টোয়েন্টির হট কেক নাসুম আহমেদ। ফাইল ছবি টি-টোয়েন্টির হট কেক নাসুম আহমেদ। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ দল সংক্ষিপ্ত ফরম্যাটেই বেশি পিছিয়ে থাকলেও ঘরের মাঠে সাফল্য চোখে পড়ার মত। টাইগারদের টি-টুয়েন্টি দলের অন্যতম সদস্য নাসুম আহম্মেদ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন রূপগঞ্জ টাইগার্সের হয়ে। চলতি আসরে ৪ ম্যাচে ৭ উইকেট নিলেও নিজের বোলিংয়ে সন্তুষ্ঠ নন এই বাম হাতি বোলার। 

সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে নাসুম বলেন,'কতটা ভালো করছি তা বলতে পারছি না। তবে আমার ভালো লাগছে না!'

দূর্দান্ত বোলিং করছেন প্রতি ম্যাচে তবুও এমন কথা শুনে অনেকে অবাক হলেও ভালো না লাগার বিষয়টি নাসুম খোলাসা করেন নিজেই। তিনি যোগ করেন, 'আমি প্রতি ম্যাচেই চল্লিশের বেশি রান খরচ করছি। যা দলের জন্য মোটেও ভালো নয়। আমার লক্ষ্য ৩০ থেকে ৩৫ রান দেওয়া। এটি করতে পারলে তখন ভালো লাগবে।'

উইকেট প্রসঙ্গে এই বোলার বলেন, 'মিরপুর এবং সাভারের উইকেট প্রায় একই। দুই জায়গায় ম্যাচ খেলেছি। আমার কাছে মনে হয়েছে এটি ব্যাটিং উইকেট। কারন প্রত্যেক ম্যাচেই ২৫০ রান থেকে প্রায় ৩০০ রান হচ্ছে। কোন ম্যাচে ব্যাটার একাই দুইশর কাছাকাছি করছে। তাই এখানে বল হাতে ভালো করা কিছুটা কষ্টের। তবুও চেষ্ঠা চালাতে হবে।'

ডিপিএলে প্রতিবছর পাখির চোখ থাকে নির্বাচক থেকে শুরু করে ক্রিকেট নিয়ে কাজ করা মানুষদের। এখানে ভালো করলে জাতীয় দলে জায়গা পাওয়ার কাজ অনেকটাই সহজ হয়ে যায়। সংক্ষিপ্ত ফরম্যাটে থিতু হলে এখনো ম্যাচ খেলার সুযোগ হয়নি ওডিআই ও টেস্ট দলে। এখানকার পারফরম্যান্স নিজের সামর্থ্য জানান দেওয়ার বার্তা কি না, এমন প্রশ্নের জবাবে নাসুম অবশ্য বিনয় প্রকাশ করলেন।

এ বিষয়ে নাসুম বলেন, ‘না, বার্তা দেওয়ার কিছু নেই, চ্যালেঞ্জ জানানোরও কিছু নেই। এটাই আমার পেশা- আমাকে খেলতে হবে, পারফর্ম করতে হবে। আমি কোনো চ্যালেঞ্জ জানানোর জন্য খেলছি না। ওরকম কোনো চিন্তা-ভাবনা নেই. ওরকম করলে হয়ত পারবই না!’

 

 

-নট আউট/এমআরএস/টিএ 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...