ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পারভেজ রসুলের কাছে হেরে গেল আবাহনী

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২২ ০৪:০৩

ম্যাচ সেরা হয়েছে পারভেজ রসুল। ছবি: ওয়ালটন ম্যাচ সেরা হয়েছে পারভেজ রসুল। ছবি: ওয়ালটন

স্পেশাল করেসপন্ডেন্টঃ ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় চলমান বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সময়টা ভালো কাটছে না আবাহনীর। শিরোপা ধরে রাখার পথ ক্রমেই বন্ধুর হয়ে উঠছে ক্লাবটির জন্য। শুক্রবার তৃতীয় ম্যাচ হেরেছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। বিকেএসপিতে আজ আবাহনীকে ৫ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ইমরুল কায়েসের নেতৃত্বাধীন ক্লাবটি এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। আট ম্যাচে তাদের জয় ৭টি। 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংককে ৪ রানে পরাজিত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রাইম ব্যাংকও তৃতীয় হার বরণ করলো। 

বিকেএসপিতে আজ আবাহনী হেরে গেছে মূলত ভারতীয় অলরাউন্ডার পারভেজ রসুলের কাছে। তার ঘূর্ণিতে পথ হারিয়ে ৪৫.৪ ওভারে ১৭৭ রানে অলআউট হয় আবাহনী।২৯ রানে ৫ উইকেট নিয়েছেন শেখ জামালের এই অফস্পিনার। আবাহনীর পক্ষে শামীম পাটোয়ারি ৫১, জাকের আলী ৩২, মুনিম শাহরিয়ার ২৫, মোসাদ্দেক ২২, তানভির ইসলাম অপরাজিত ১৫ রান করেন। 

জবাবে ৪৮.৪ ওভারে ৫ উইকেটে ১৮২ রান তুলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে শেখ জামাল। রবিউল ইসলাম রবি অপরাজিত ৫৭, ইমরুল ২৬, সাইফ হাসান ২৪, সৈকত আলী ১৯, জহুরুল ২১, তাইবুর রহমান অপরাজিত ২০ রান করেন। আবাহনীর আফিফ ২টি উইকেট নেন। বোলিংয়ে ৫ উইকেট ও ব্যাটিংয়ে ১০ রান করা পারভেজ রসুল ম্যাচ সেরা হন।  

শুক্রবার মিরপুরে মেহেদী মারুফের সেঞ্চুরিতে আগে ব্যাট করে গাজী ক্রিকেটার্স ৯ উইকেটে ২৫৬ রান তুলেছিল। মেহেদী মারুফ ১১৮, আল-আমিন ৩৫, জুবারুল ১৮ রান করেন। প্রাইম ব্যাংকের রাজা ৩টি, রুবেল ২টি উইকেট নেন। ক্যারিয়ারে প্রথমবার বোলিং করে বিজয় নিয়েছেন ১ উইকেট। মিঠুন কিপিং করছেন বলেই গ্লাভস হাতে দায়িত্ব পালনের সুযোগ হচ্ছে না বিজয়ের।

বিজয়-অভিমন্ন্যুর হাফ সেঞ্চুরির পরও ৯ উইকেটে ২৫২ রানের বেশি তুলতে পারেনি প্রাইম ব্যাংক। বিজয় ৮৫, অভিমন্ন্যু ঈশ্বরন ৫৭, নাহিদুল ৩৪, শাহাদাত দিপু ২২, নাসির ১৫, মনির অপরাজিত ১৪ রান করেন। হাবিব মেহেদী-রাকিবুল আতিক ৩টি করে, মাহমুদুল হাসান ২টি উইকেট নেন। মেহেদী মারুফ ম্যাচ সেরা হন।

 

-নট আউট/এমজেএ/টিএ 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...