ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

‘বোলার’ মাশরাফি জেতালেন রুপগঞ্জকে

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২ ০৩:৫৮

৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা মাশরাফি। ছবি: বিসিবি ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা মাশরাফি। ছবি: বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ মাশরাফি বিন মুর্তজা এখনও খেলছেন, এটাই অনেকের কাছে বিস্ময়ের। চলমান ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে লেজেন্ডস অব রুপগঞ্জের নেতৃত্ব দিচ্ছেন তিনি। ইতোমধ্যে ৬ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন মাশরাফি। বুধবার দলের জয়ের নায়কও হয়েছেন। ৩৮ বছর বয়সী মাশরাফিই ম্যাচ সেরা ক্রিকেটার। 

প্রিমিয়ার লিগে আজ তার বোলিংয়েই খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ২ উইকেটে হারিয়েছে রুপগঞ্জ। ৩৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মাশরাফি।

আগে ব্যাট করা খেলাঘর ৪৮ ওভারে ১৯৮ রানে অলআউট হয়। ৮ ওভারে ১ মেডেনসহ ৩৮ রানে ৪ উইকেট নিয়ে মাশরাফিই খেলাঘরের মূল সর্বনাশ করেছেন। তার শিকার হয়েছেন হাসানুজ্জামান, মাসুম খান, ইফতেখার সাজ্জাদ ও নুর আলম সাদ্দাম। খেলাঘরের অমিত মজুমদার ৫৯, হাসানুজ্জামান ২৯, নাদিফ চৌধুরী ২৫, মাসুম খান ২৪, অমিত হাসান ১৬, ইফতেখার সাজ্জাদ ১৪ রান করেন। 

রুপগঞ্জের চিরাগ জানি ৫১ রানে ৩টি, নাবিল সামাদ, আল-আমিন হোসেন ও নাঈম ইসলাম ১টি করে উইকেট পান। পরে ৪৯.৩ ওভারে ৮ উইকেটে ১৯৯ রান তুলে জয় পায় মাশরাফির দল। চিরাগ জানি ৭২, তানবির হায়দার অপরাজিত ৫১, নাঈম ইসলাম ২৪, রকিবুল ১৪, মাশরাফি ১২ রান করেন। খেলাঘরের সালমান ৩টি, মাসুম ২টি, ইলিয়াস সানি, টিপু সুলতান, সাদ্দাম ১টি করে উইকেট নেন।

বুধবার বিকেএসপির ৪ নম্বর মাঠে সিটি ক্লাব ৪ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। শাইনপুকুর আগে ব্যাট করে ৪৭.২ ওভারে ১৭৫ রান তুলেছিল। রাকিন ৩৫, অভিষেক মিত্র ১৯, সাজ্জাদুল ৩৭, নাঈম হাসান ২৩, আলাউদ্দিন বাবু ২৪ রান করেন। সিটি ক্লাবের রাজিবুল ১৮ রানে ৩টি, মাহিম-আমিনুর ২টি করে উইকেট পান। জবাবে ৪০.৪ ওভারে ৬ উইকেটে ১৭৯ রান করে জয় পায় সিটি ক্লাব। শাহরিয়ার কমল ৫৫, জাকিরুল ৪৬, আশিক অপরাজিত ৪৪, রুয়েন ২২ রান করেন। রাজিবুল ম্যাচ সেরা হন।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...