ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশ-ভারতের দূরত্ব কমেছে: বিহারী 

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২ ০৮:২১

ঢাকা আবাহনীর হয়ে ডিপিএল মাতাচ্ছেন এই ভারতীয় তারকা। ছবি: বিসিবি ঢাকা আবাহনীর হয়ে ডিপিএল মাতাচ্ছেন এই ভারতীয় তারকা। ছবি: বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণ শুরু হয়েছিল আশি-নব্বইয়ের দশকে। অরুণ লাল, অজয় জাদেজা, সুনীল জোশি, ইউসুফ পাঠান, ওয়াসিম জাফরা খেলেছেন ঢাকার ক্লাব ক্রিকেটে। প্রিমিয়ার লিগের চলতি আসরেও খেলছেন এক ঝাঁক ভারতীয় ক্রিকেটার। 

আবাহনী ক্লাবের হয়ে খেলছেন ভারতের টেস্ট দলের ক্রিকেটার হানুমা বিহারী। ২০১৮ সালেও তিনি আবাহনীতে খেলেছিলেন। অন্ধ্র প্রদেশের এই মিডল অর্ডার ব্যাটসম্যান ওই আসরে ৪ ম্যাচে ২০৪ রান করেছিলেন। 

মিরপুর স্টেডিয়ামে মঙ্গলবার আবাহনী-মোহামেডান ম্যাচেও ৫৯ রানের ইনিংস খেলেছেন তিনি। আবাহনী ৬ উইকেটে হারিয়েছে মোহামেডানকে।

প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতায় হানুমা বিহারী আজ ম্যাচ শেষে বলেছেন, ঘরোয়া ক্রিকেটে মানের দিক থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের দূরত্ব কমে এসেছে। প্রিমিয়ার লিগের মান আগের চেয়ে বেড়েছে। বাংলাদেশের ক্রিকেট সঠিক পথেই আছে।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ, ভারতের ঘরোয়া ক্রিকেটের তুলনা জানতে চাইলে হানুমা বিহারী বলেছেন, ‘আমি মনে করি এখন সেই (ভারতের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে তুলনা) ব্যবধানটা নেই। আমি এখানে আগে এসেছি। ভারতের সঙ্গে তুলনা করলে আমার তখন মনে হয়েছিল এখানে খেলার মান কিছুটা কম। কিন্তু এখন দেখছি, দূরত্বটা কমে এসেছে এবং সেদিন খুব নিকটে যখন এখানকার ঘরোয়া ক্রিকেটের মান ভারতের ঘরোয়া ক্রিকেটের সমপর্যায়ে হবে। আমি আগেও বলেছি, বাংলাদেশ সঠিক পথেই চলছে।’

এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ৫ ম্যাচে ২৩৭ রান করেছেন হানুমা বিহারী। দুই দেশের কন্ডিশন সম্পর্কে তিনি বলেন, ‘এখানকার কন্ডিশন অনেকটাই ভারতের মতো। উপমহাদেশে আপনি সব জায়গায় এরকম কন্ডিশনই পাবেন।‘

বাংলাদেশের ক্রিকেট সঠিক কক্ষপথেই আছে মনে করেন হানুমা বিহারী। তিনি বলেন, ‘বাংলাদেশ সঠিক পথে দারুণভাবে এগিয়ে যাচ্ছে। আমি দেখছি খেলোয়াড়রা এগিয়ে আসছে এবং নিজ নিজ ক্লাবের হয়ে পারফর্ম করছে। আমি নিশ্চিত যারাই এখানে খেলতে আসবে তারা খুব ভালো প্রতিদ্বন্দ্বীতা পাবে। এখানে সবার মাথায় পারফর্ম করার চিন্তা থাকে এবং দলকে সুপার লিগে নিয়ে যাওয়ার তাড়না থাকে।’

আবাহনীতে নিজের সময়টা উপভোগ করছেন জানিয়ে হানুমা বিহারী বলেছেন, ‘চার বছর পর এখানে ফিরেছি। সত্যিই খুব ভালো লাগছে এবং নিজের পুরোনো দলেই ফিরেছি। আবাহনী দলটা বেশ ভালো এবং আমাকে বেশ যত্ন করছে। ক্রিকেটীয় দিক থেকে, এখানে খুব ভালোমানের ক্রিকেট হয় এবং আবাহনীতে খেলতে আমি পছন্দ করি। আমরা দারুণ ছন্দে আছি এবং নিয়মিত জয় পাচ্ছি এটা খুব ভালো দিক।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...