ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

দুরন্ত ধারাবাহিক, ওরা তিন

নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২ ০৩:২৪

বিজয়, নাইম, জাকির। ফাইল ছবি বিজয়, নাইম, জাকির। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেকটা হয়েছিল অনন্য অসাধারণ। ধারাবাহিকতার কমতিও ছিলনা কোনরকম। তবুও বাদ পড়তে হয়েছিল জাতীয় দল থেকে। তবে বাদ পড়ার কারন ছিল ইনজুরি। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সফলতম বৈশ্বিক আসরে দূরন্ত ফিল্ডিং করতে গিয়ে ভেঙ্গেছিল হাত। তারপরে দল থেকে সাময়িক বাদ রূপ নেয় দীর্ঘস্থায়ীত্বে। এরপরে ফেরা হয়নি স্বপ্নে স্থানে। তবে ভাগ্য এবার হয়তো খুলতে চলেছে বিজয়ের। সর্বশেষ বঙ্গবন্ধু বাংলাদেশে প্রিমিয়ার লীগে যেমন খেলেছেন ঝলমলে কিছু ইনিংস। তেমনি খেলছেন এবারের ঢাকা প্রিমিয়ার লিগে। 

ব্যাট হাতে চার-ছক্কার ছড়ি ঘুরাচ্ছেন প্রতি ম্যাচেই। প্রাপ্তির সাথে যোগ হচ্ছে আক্ষেপও। এক ম্যাচ আগেই খেলেছিলেন সাইক্লোন ইনিংস। ১৬ রানের অভাবে নিতে পারেননি ক্যারিয়ারের প্রথম ডাবল শতকের অনুভূতি। আজ ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে মোহামেডানের স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আরেকবার ঝড় তুলেছিলেন এই ব্যাটার। তবে আরেকবার আক্ষেপ নিয়ে আউট হন ব্যক্তিগত ৯৪ রানে। এর ফলে এবারের ডিপিএলের মিস করলেন ৩য় সেঞ্চুরি। 

প্রাইম ব্যাংকে যেমন সফল বিজয় তেমনি লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে নাইম ইসলাম ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে ধারাবাহিক ভাবে মাঠ মাতাচ্ছেন জাকির হোসেন৷ 

ছক্কা নাইম খ্যাত এই খেলোয়াড় এবারের ডিপিএলে ঝড় তুলেছেন দারুণ ভাবে৷ ছয় ম্যাচ খেলে নামের পাশে দুই শতকের পাশাপাশি রয়েছে চার অর্ধশতক৷ তবে দুঃখের বিষয় হলো এই চার ম্যাচের তিনটিতেই আউটি হয়েছেন শতকের খুব কাছে গিয়ে৷ একটা সময় জাতীয় দলে ধারাবাহিক হলেও অফ ফর্মের কারনে বাদ পড়তে হয়েছিল দল থেকে৷ নিজেকে মেলিয়ে ধরতে না পাড়ার কারনে আর ফেরাও হয়নি জাতীয় দলে৷ তবে ৩৫ বছর বয়সেও দলের হয়ে দেখাচ্ছেন ভেলকি৷ স্বপ্ন দেখাচ্ছেন শিরোপা জয়ের৷ 

চলমান ডিপিএলে বিজয় ও নাইমের মত চমক দেখাচ্ছেন ২০১৬ সালে দেশের হয়ে যুব বিশ্বকাপ খেলা ব্যাটার জাকির হাসান৷ রূপগঞ্জ টাইগার্সের হয়ে ইতিমধ্যে তিন ম্যাচে করেছেন দুইটি শতক ও একটি অর্ধশতক৷ প্রথমবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন খেলতে নেমে চমকের শুরু করেছিলেন প্রথম দিনেই৷ শক্তিশালী আবাহনীর বিপক্ষে ১১৭ রানের ব্যক্তিগত ইনিংস খেলে দলের জয়ে রেখেছিলেন প্রত্যক্ষ অবদান৷ এরপর সিটি ক্লাবের বিপক্ষেও শতক পূর্ণ করে জয় এনে দেন দলকে৷ 

তিন দলের হয়ে তিনজনের ধারাবাহিক পারফরম্যান্সে দলও সুবিধা পাচ্ছে দাপটের সাথে৷ নাইমের জাতীয় দলে ফেরার সুযোগ কম থাকলেও পর্যাপ্ত সুযোগ আছে বিজয় ও জাকিরের হাতে৷ এই লিগে স্বাভাবিকভাবেই নির্বাচক থেকে শুরু করে সকলের পাখির চোখ থাকে৷ এখানে ভালো করলে খুলতে পারে জাতীয় দলের দরজা৷

 

-নট আউট/এমআরএস/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...