ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার লিগে থার্ড আম্পায়ার চান সালাউদ্দিন

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ এপ্রিল ২০২২ ০৬:২১

কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ফাইল ছবি কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট আজকে যে অনন্য পর্যায়ে রয়েছে তার পেছনে অনেকাংশে অবদান রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের৷ জাতীয় দলে সুযোগ পাওয়ার মাধ্যম হিসেবে এই ক্লাব ক্রিকেটকে বেঁছে নেন সকলেই৷ আবার জাতীয় দল থেকে বাদ পড়া খেলোয়াড়গুলো এই লিগেই পারফর্ম করে ফিরতে চায় আগের জায়গায়৷ কারন এই লিগে পাখির চোখ থাকে নির্বাচন থেকে শুরু করে ক্রিকেট নিয়ে কাজ করা সকলের৷ 

ঢাকা প্রিমিয়ার লিগে প্রতি আসরে খেলোয়াড়দের সাথে আলোচনায় আসেন আম্পায়াররা৷ যার ফলে প্রতিবারই সমালোচিত হতে হয় প্রিমিয়ার লিগকে। 

চলমান ২০২১-২২ মৌসুমেও অতীতের মত সমালোচনা শুরু হয়েছে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে৷ দেশ সেরা কোচ সালাউদ্দীন নিজেও ম্যাচ চলাকালীন মাঠেই ক্ষোভ প্রকাশ করেন সিদ্ধান্ত নিয়ে৷ 

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দায়িত্বে থাকা এই কোচ মনে করেন, যেহেতু প্রতিবছর কোন না কোনভাবে সমালোচিত হচ্ছে ম্যাচ পরিচালকেরা তাই সমস্ত বিতর্কের ইতি টানতে ডিপিএলে অতিসত্বর তৃতীয় আম্পায়ারের ব্যবস্থা রাখা জরুরী।

প্রিমিয়ার লিগে বর্তমানে তৃতীয় আম্পায়ারের উপস্থিতি নেই। ফলে দ্বিধা বা সংশয় থাকলেও আম্পায়ারদের অনুমাননির্ভর সিদ্ধান্ত নিতে দেখা যায়। ফলে বিভিন্ন সময়ে সমালোচিত হলেও ভুল প্রকাশ ছাড়া কিছু করার থাকেনা আম্পায়ারদের৷ 

সালাউদ্দিন মনে করেন, দেশের ক্রিকেটের অবস্থান ও ক্রিকেট বোর্ডের (বিসিবি) সামর্থ্য দুটিই অনেক ভালো৷ যেহেতু দেশের ক্রিকেট বিচারে এটি অনেক বড় টূর্ণামেন্ট এবং তাই এই টুর্নামেন্টে তৃতীয় আম্পায়ার ও প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই।

তিনি বলেন, 'দেশের ক্রিকেটে ভালো কিছু করার জন্য হলেও এগুলো রাখা খুবই জরুরী। আমাদের আরও সামনে এগিয়ে যেতে হবে৷ তাই সামনের যেতে হলে আমাদের এগুলো লাগবে। আমাদের বোর্ডও অনেক ধনী। আমি মনে করি তারা এগুলো দিতে পারবে এবং এটা করাও উচিৎ। সর্বোচ্চ পর্যায়ের বড় একটি লিগে সব ধরনের সব সুবিধা থাকা উচিৎ। যেন আপনি কোনো বিতর্কের না পড়েন। এটা করলে বোর্ডেরও সুনাম থাকবে, আমাদের খেলার মানও ভালো হবে।’

অন ফিল্ড আম্পায়ারদের সিদ্ধান্তে মাঠে ক্ষোভ প্রকাশ করলেও ভুলত্রুটি নিয়ে অবশ্য কোনো অভিযোগ নেই সালাউদ্দিনের। আধুনিক প্রযুক্তির ঘাটতি থাকায় মাঠে আম্পায়ারিং যে কঠিন, তা জানেন সালাউদ্দিনও। একইসাথে দেশের প্রখ্যাত এই কোচ মনে করেন, ডিপিএলের আম্পায়ারিংয়ের মান আগের চেয়ে বেড়েছে।

তিনি বলেন, ‘উন্নতির জায়গা সবারই আছে। আমরা খেলোয়াড় হই, কোচ হই, আম্পায়ার হই- সবারই উন্নতির জায়গা আছে। তারপরও বলব অন্যবারের তুলনায় এবারের আম্পায়ারিংয়ের মান অনেক ভালো। তারা চেষ্টা করছে। ভুলভ্রান্তি মানুষের হতেই পারে। কেউ ভুল করে ফেলার পর সেটা নিয়ে প্রশ্ন না করাই ভালো। কারণ এটা হতেই পারে। আমি মনে করি অন্যবারের তুলনায় এবার আম্পায়ারিংয়ের মান অনেক ভালো। তারা চেষ্টা করছে। যদি ভুলভ্রান্তি দুই-একটা হয়ে যায়, এটাকে সবাই অন্যভাবে দেখা উচিৎ।'

 

-নট আউট/এমআরএস/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...