ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

ভুল স্বীকার আম্পায়ার মুকুলের, ৭ দিনের বিশ্রাম

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৩১ মার্চ ২০২২ ০৪:৫৯

গত ২৭ মার্চ আবাহনী-খেলাঘরের ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে আলোচনায় মুকুল। ফাইল ছবি গত ২৭ মার্চ আবাহনী-খেলাঘরের ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে আলোচনায় মুকুল। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে গত ২৭ মার্চ আবাহনী- খেলাঘর সমাজ কল্যাণ সমিতির ম্যাচে ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। বিকেএসপির ৩ নম্বর মাঠে আবাহনীর বিপক্ষে ২৬২ রান তাড়া করছিল খেলাঘর। ইনিংসের ষষ্ঠ ওভারে হাসানুজ্জামানকে এলবির সিদ্ধান্ত দেন মুকুল। যার ভিডিও ছড়িয়ে পড়েছিল সর্বত্র। হয়েছে তীব্র সমালোচনা।

কারণ সিদ্ধান্তটি ছিল পুরোই বিতর্কিত ও ভুল। বোলার আরাফাত সানি, উইকেটকিপার আবেদন না করলেও আঙুল তুলে দেন আম্পায়ার মুকুল। 

পরে বিসিবির আম্পায়ার্স কমিটি তাকে শোকজ করেছিল। এবং চিঠির জবাব দিয়েছেন মুকুল। নিজের ভুল স্বীকার করেছেন তিনি। বলেছেন, মনসংযোগে ঘাটতি হয়েছিল তার। এ ঘটনার কারণে মুকুলকে ৭ দিনের বিশ্রাম দেয়া হয়েছে। প্রিমিয়ার লিগে এক সপ্তাহ ম্যাচ পরিচালনা করতে পারবেন না তিনি। এক সপ্তাহ পর তিনি ফিরবেন।

বুধবার এসব তথ্য জানিয়েছেন বিসিবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। জানতে চাইলে আজ তিনি বলেছেন, ‘আমি ওকে (মুকুল) মেইল করেছিলাম, সঙ্গে ছবি, ভিডিও দিয়েছিলাম। ও দেখেছে, জবাব দিয়েছে। ভুল স্বীকার করেছে। ওর হয়তো মনসংযোগে ঘাটতি হয়েছিল। এজন্য আমরা ওকে সাত দিনের বিশ্রাম দিয়েছি। এমন ভুল হতেই পারে। আপনার মনোযোগ নানা কারণেই নষ্ট হতে পারে। নানা কারণে আপনি ফোকাসড নাও থাকতে পারেন।’

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...