ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

দুই সেঞ্চুরি, দুই রুপগঞ্জের লড়াই জিতল মাশরাফির দল

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৯ মার্চ ২০২২ ০৬:২৭

বৃষ্টি আইনে ২৯ রানে জিতে মাশরাফির রূপগঞ্জ। ফাইল ছবি বৃষ্টি আইনে ২৯ রানে জিতে মাশরাফির রূপগঞ্জ। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দুই রুপগঞ্জের লড়াইয়ে জিতেছে মাশরাফি বিন মুর্তজার দল। সোমবার ইউল্যাব মাঠে মুখোমুখি হয়েছিল লেজেন্ডস অব রুপগঞ্জ ও রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। রান মিছিলে লড়াইটা বেশ জমেছিল বটে।

তবে চিরাগ জানি ও নাঈম ইসলামের জোড়া সেঞ্চুরিতে ম্যাচটা জিতে গেছে মাশরাফির দল। সোমবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে মাশরাফির দল রুপগঞ্জ ২৯ রানে হারিয়েছে রুপগঞ্জ টাইগার্সকে।

ইউল্যাব মাঠে রুপগঞ্জ টাইগার্স আগে ব্যাট করে ৫০ ওভারে ২৯৪ রানে অলআউট হয়েছিল। জাকির হাসান ৯১, বাবা অপরাজিত ৭২, মিজানুর ৩৩, আরিফুল ২৬, ফরহাদ রেজা ২৫ রান করেন। লেজেন্ডস অব রুপগঞ্জের মাশরাফি, শফিউল, নাবিল সামাদ, চিরাগ জানি ২টি করে উইকেট নেন। 

জবাবে ৫ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে মাশরাফি বাহিনী। তৃতীয় উইকেটে চিরাগ জানি ও নাঈম ইসলামের ২৩৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। তাদের সেঞ্চুরিতে ৪৩ ওভারে ৩ উইকেটে ২৫৭ রান তোলে লেজেন্ডস অব রুপগঞ্জ। 

তারপরই বৃষ্টিতে থেমে যায় ম্যাচ। পরে ডিএল মেথডে ৪৩ ওভারে লেজেন্ডস অব রুপগঞ্জের টার্গেট দাঁড়ায় ২২৯ রান। ২৯ রানে এগিয়ে থাকায় জয় নিয়ে মাঠ ছাড়ে মাশরাফির দল। ভারতীয় ব্যাটসম্যান চিরাগ জানি লিস্ট-এ ক্রিকেটে ক্যারিয়ারের দ্বিতীয়, নাঈম ১৩তম সেঞ্চুরি করেন। চিরাগ জানি ১০৯ বলে ১২২ রান (৮ চার, ৬ ছয়) করেন। নাঈম ১১৪ রান করে অপরাজিত ছিলেন। চিরাগ জানি ম্যাচ সেরা হন।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...