ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

ডিপিএলে আশরাফুলের এক হাত

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২২ ০১:২০

উইকেট নেবার পর আশরাফুল। ছবিঃ সংগৃহীত। উইকেট নেবার পর আশরাফুল। ছবিঃ সংগৃহীত।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লিগের গুরুত্ব অনেক৷ এই টূর্ণামেন্টে পাখির চোখ থাকে নির্বাচক থেকে শুরু করে গণমাধ্যমের৷ এখানে আলো ছড়ালে খুলতে পারি জাতীয় দলের দরজা এটি সকলেই জানেন, সকলেই মানেন৷ আর তাদের মধ্যে একজন আশরাফুল৷

বয়স যাই হোক কিংবা সময় যেমনি যাক স্বপ্ন আবারও জাতীয় দলের জার্সি গায়ে চাপানো৷ ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বড় তারকা মোহাম্মদ হাফিজ যখন দেখে শুনে খেলছেন৷ সময়ের সাথে বলকে বাউন্ডারি ছাড়া করছেন তখন বল নিজের হাতে তুলে নেন ব্রাদার্সের কাপ্তান আশরাফুল৷ যে কাঙ্খিত স্বপ্ন নিয়ে বোলিংয়ে আসেন অ্যাশ সেটি পূরণ হতে খুব বেশি সময় লাগেনি৷

হাফিজকে এলবিডব্লিউ করে পাঠিয়ে দেন সাঝঘরে৷ এরপর যা হয়েছে তা অ্যাশের জন্য গর্বের৷ টপাটপ তুলে নিলেন প্রতিপক্ষ শিবিরের পাঁচ উইকেট৷ লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। কোটার ১০ ওভার শেষে ২ মেডেনসহ ২৩ রান খরচায় নামের পাশে ক্যারিয়ার সেরা ৫ উইকেট প্রাপ্তি যোগ করেন আশরাফুল৷

আশরাফুলের পাঁচ উইকেটের পরও শেষদিকে জাহিদ-উজ-জামানের অপরাজিত ৪১ রানের সুবাধে ২০৬ রানেই শেষ হয় মোহামেডানের ইনিংস।

 

- নট আউট/এমআর/ডব্লিউআর।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল সাউথ জোন

নর্থ জোনের পক্ষে একাই ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

রাব্বি-এবাদতে চড়ে বড় জয় ইস্ট জোনের

আফিফের উইলো থেকে আসে ২৭ রান। শেখ মেহেদী ২০ ও তামিম ইকবাল করেন ১৮ রান।

আকবরের নেতৃত্বে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর

সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ৩৬ পয়েন্ট নিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৪তম আসরের শিরোপা...