ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পাকিস্তান বেশ অপমানজনকভাবে হেরেছে: শোয়েব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫২

শোয়েব আখতার। ফাইল ছবি শোয়েব আখতার। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ২২৮ রানের লজ্জাজনক হারের স্বাদ পেয়েছে পাকিস্তান। রানের হিসেবে ভারতের কাছে পাকিস্তানের সবচেয়ে বড় হারের রেকর্ডও এটি। ব্যাট কিংবা বল দুই জায়গাতেই ভারতের কাছে মোটা দাগে ব্যর্থ হয়েছে বাবর আজমের দল। এমন হারের পর স্বাভাবিকভাবেই সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তান দলকে।

ভারতের কাছে লজ্জাজনক হারের পর অবশ্য বাবর আজমরা পাশে পেয়েছেন স্বদেশী শোয়েব আখতারকে। বরাবরই সাবেক এই পাক পেসার হারের পর দলকে রীতিমতো ধুয়ে দিলেও, এবার সুরটা ছিল নরম। বড় হারের পর বাবরদের তাই সমালোচনা করে ক্ষতটা বাড়তে দেননি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। অবশ্য ভারতের কাছে এমন হারকে শোয়েব আখ্যা দিয়েছেন ‘অপমানজনক’ হিসেবেই। 

ভারতের কাছে শোচনীয় হারের পর নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার স্বীকার বলেছেন, ‘বৃষ্টির জন্য প্রার্থনা করছিলাম। ভাবছিলাম যে বৃষ্টি হয়ে যাক। জীবনটা বাঁচুক। তবে এভাবে আসলে হয় না। পাকিস্তান বেশ অপমানজনকভাবে হেরেছে। পাকিস্তান ১২৮ রানে অলআউট হয়েছে। এটা খুবই আশঙ্কাজনক ব্যাপার। এত ভালো ব্যাটিং উইকেটে পাকিস্তান টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত কেন নিল? আর এত ভালো দল ভারতকে ম্যাচে ফেরার সুযোগ কেন দিল? এই সিদ্ধান্ত আমার কাছে একটু অদ্ভুতই ঠেকেছে। এর ফলও এখন আপনারা দেখতে পাচ্ছেন।’

এমন হারের পর স্বাভাবিকভাবেই খানিকটা বিধ্বস্ত হয়ে আছে পাকিস্তান দল। যদিও বাবর আজমের দলকে বাতিলের খাতায় ফেলতে চান শোয়েব। তাই এক ম্যাচ দিয়েই তাদের করতে চান না বিচার। শোয়েব আখতার আরও বলেন, ‘এক ম্যাচ দিয়েই পাকিস্তানকে বাতিল করা যাবে না। যেমন এক ম্যাচ দিয়ে ভারতকেও বাতিল করার সুযোগ নেই।’

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...