ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নেপালের বিপক্ষে দুর্দান্ত জয়ের পরও হতাশ রোহিত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৯

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ছবি: এসিসি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ছবি: এসিসি

নট আউট ডেস্কঃ প্রথমবার এশিয়া কাপ খেলতে আসা নেপালের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে ভারত। নেপালীদের ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে রোহিত শর্মার দল। প্রত্যাশিত এমন জয়ের পরেও দলের ফিল্ডারদের উপর বেজায় চটেছেন ভারতীয় অধিনায়ক। নেপালের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ে যাচ্ছেতাই পারফর্মেন্স উপহার দিয়েছে ফিল্ডাররা।

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে বৃষ্টির কারণে বোলিংয়ে নামতে পারেনি ভারত, যার কারণে ম্যাচটি হয়েছিল পরিত্যক্ত। খর্ব শক্তির নেপালকে ২৩০ রানে আটকে দিলেও বোলিংটা হয়নি যুতসই। এমনকি ফিল্ডিংয়ে একাধিক সহজ ক্যাচই ছেড়েছেন বিরাট কোহলিরা। আর তাই ভারতীয় অধিনায়ক দুর্দান্ত এক জয়ের পরও বলে বসলেন, এশিয়া কাপে এখনও সেরা ক্রিকেট খেলেনি তার দল। টুর্নামেন্টের সুপার ফোরে তাই তাদের উন্নতির দরকার রয়েছে। 

ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘এখনও আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। কয়েকজন দলে রয়েছেন যারা কয়েক মাস খেলার বাইরে ছিলেন। সুপার ফোরে এগিয়ে গেলে আত্মতুষ্টির কোনও জায়গা থাকে না।’

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শুরুতে বেশ চাপেই ছিল ভারত। শাহিন আফ্রিদির তোপে গুড়িয়ে যায় ভারতের টপ অর্ডার। যদিও ইশান কৃষাণ ও হার্দিক পান্ডিয়ার ব্যাটে শেষ রক্ষে হয়েছিল ভারতের। নেপালের বিপক্ষে জিতেও ঘুরেফিরে সেই পাকিস্তান ম্যাচকেই সামনে এনেছেন ভারতীয় অধিনায়ক। তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচে একটু চাপের মধ্যেই ছিলাম। হার্দিক এবং ইশান আমাদের ভালো জায়গায় নিয়ে গিয়েছিল। আজ আমাদের বোলিং ঠিকঠাক ছিল, কিন্তু ফিল্ডিংটা যাচ্ছে তাই হয়েছে।’

এশিয়া কাপের এবারের আসরে এখন পর্যন্ত ভারতের দুটি ম্যাচেই দিয়েছে বৃষ্টি বাগড়া। পাকিস্তানের বিপক্ষে ব্যাট করার সুযোগ হলেও, নেপালের বিপক্ষে মাত্র কুড়ি ওভার ব্যাট কর‍তে পেরেছে ভারত। আবার পাকিস্তানের বিপক্ষে বোলিং করার সুযোগ না হলেও, সেই সুযোগ হয়েছে নেপাল ম্যাচে। মূলত, এই দুই ম্যাচে পুরোপুরি খেলার সুযোগ হয়নি ভারতের।

এই প্রসঙ্গে রোহিত শর্মা বলেছেন, ‘আমরা যখন এখানে এসেছিলাম তখন আমরা জানতাম আমাদের বিশ্বকাপের ১৫ দল কেমন হতে চলেছে। এশিয়া কাপে আমরা এখনও ভালো কিছু দেখাতে পারিনি। কারণ এখানে এখনও পর্যন্ত মাত্র দুটি ম্যাচ খেলা হয়েছে। কিন্তু সৌভাগ্যবশত আমরা প্রথম ম্যাচে ব্যাট করতে পেরেছি এবং এই ম্যাচে বোলিং করতে পেরেছি। ফলে এটি আমাদের জন্য একটি সম্পূর্ণ খেলা হয়েছে মাত্র। তবে এটা বলতে পারি এখনও অনেক কাজ বাকি রয়েছে।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...