ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নেপালকে উড়িয়ে দিয়ে শুভসূচনা পাকিস্তানের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩ ০৫:০৭

দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। গেটি ইমেজ দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ দাপুটে জয় দিয়ে এশিয়া কাপের আসর শুরু করলো টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল পাকিস্তান। প্রথমবার এশিয়া কাপ খেলতে নেপালকে এদিন রীতিমতো বিধ্বস্ত করেছে স্বাগতিকরা। মুলতানে বাবর আজম ও ইফতিখার আহমেদের জোড়া সেঞ্চুরিতে ৩৪২ রানের পাহাড় গড়ে পাকিস্তান। জবাব দিতে নেমে শাদাব খানদের তোপে মাত্র ১০৪ রানেই গুটিয়ে যায় নেপাল। ফলে ২৩৮ রানের বিশাল জয় দিয়ে আসর শুরু করলো পাকিস্তান। 

৩৪৩ রানের পাহাড় টপকাতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে নেপাল। ইনিংসের প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন শাহিন আফ্রিদি। পরের ওভারেই নাসিম শাহ তুলে নেন একটি। তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় নেপাল। চর্তুথ উইকেট জুটিতে দলের হাল ধরার চেষ্টা করেন আরিফ শেখ ও স্যাম্পাল কামি৷ দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। 

এরপর দু'জনকেই তুলে নেন হ্যারিস রউফ। আরিফ শেখ করেন ২৬ রান, স্যাম্পাল কামি করেন ২৮ রান। বাকি কাজটা সারেন শাদাব খান। তাতেই তাসের ঘরের মতো ভাঙে নেপালের লোয়ার মিডল অর্ডার। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ১০৪ রানেই থামে নেপাল। ফলে ২৩৮ রানের বড় জয় তুলে নেয় পাকিস্তান। স্বাগতিকদের পক্ষে শাদাব খান নেন ৪ উইকেট। শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ নেন ২ উইকেট করে। 

এর আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪২ রানের পাহাড় গড়ে পাকিস্তান। ১৪ চার ও ৪ ছক্কায় রেকর্ড গড়ে শতকে বাবর আজম করেন ১৫১ রান। এছাড়া ১১ চার ও ৪ ছক্কায় ঝড়ো ১১১ রানের ইনিংস খেলেন ইফতিখার আহমেদ। মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে ৪৪ রান। নেপালের পক্ষে ২ উইকেট নেন স্যাম্পাল কামি।

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...