ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আইসিসির সেরা ছয়ে বাংলাদেশের তাসকিন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩ ১৯:০৮

ফাইল ছবি ফাইল ছবি

নট আউট ডেস্ক: এশিয়ার জমজমাট লড়াই শুরু হচ্ছে কাল৷ ৬ দলের লড়াই শেষ হবে ১৭ সেপ্টেম্বর৷ লড়াই শুরুর আগে প্রতিদল থেকে একজন করে খেলোয়াড় বেঁছে নিয়েছে আইসিসি৷ যারা এশিয়া কাপে নিজ দেশের সম্ভাব্য সেরা পারফর্মার হতে পারে৷ এমন তালিকায় বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন পেসার তাসকিন আহমেদ৷

বাংলাদেশের পর পাকিস্তান থেকে বাবর আজম, আফগানিস্তানের রশিদ খান, ভারতের জসপ্রীত বুমরাহ, শ্রীলঙ্কার মহেশ থিকশান ও নেপাল থেকে রয়েছেন গুলশান ঝা ৷

  • বাবর আজম:

বর্তমান ওয়ানডে ক্রিকেটে নাম্বার ওয়ান ব্যাটার বাবর আজম৷ নিয়মিত নিজেকে নিখুঁক করার চেষ্টা করছেন বাবর৷ তার উইকেট প্রাপ্তি বোলারের জন্য বড় অর্জনও বটে৷ ২৮ বছর বয়সী পাক অধিনায়ক ক্যারিয়ারে ১৮ সেঞ্চুরি নিয়ে এশিয়া কাপের আসন্ন আসর শুরু করবে৷

  • জসপ্রীত বুমরাহ:

ইনজুরি থেকে ফিরে সবশেষ সিরিজে সেরা ক্রিকেটার হয়েছেন জসপ্রীত বুমরাহ৷ তার বোল সামলানো বিশ্বের যে কোন ব্যাটারের জন্যই কঠিন কাজগুলোর একটি৷

  • তাসকিন আহমেদ:

বাংলাদেশ পেস বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন আহমেদ৷ বল হাতে প্রতিপক্ষকে একাই গুড়িঁয়ে দেওয়ার সামর্থ্য রাখে এই পেসার৷ তাকে নিয়ে আশাবাদী পুরো বাংলাদেশ৷ আইসিসিও দেখছেন ভিন্ন চোখে৷ কেননা সাকিব থাকার পরেও তাসকিনকে বেঁছে নেওয়া সহজ কাজ নয়৷

  • রশিদ খান:

ম্যাচ জিততে উইকেট প্রয়োজন৷ দৃশ্যপটে হাজির রশিদ খান৷ নিজের দলের রান বাড়ানো প্রয়োজন৷ চার-ছক্কায় ম্যাচ ভাগ্য পরিবর্তন রশিদ খানের হাত ধরে৷ এমন অনেক ঘটনার জন্ম দিতে যথেষ্ট অলরাউন্ডার রশিদ৷

  • গুলশান ঝা:

বিশ্বকাপ কোয়ালিফায়ারে নেপালকে এগিয়ে নেওয়ার কাজ করেছিলেন গুলশান ঝা৷ বোলিং-ব্যাটিং দুই বিভাগে দিয়েছেন মেধার পরিচয়৷ এশিয়া কাপে নেপালে বড় সম্পদ৷

  • মহেশ থিকশান:

লঙ্কান শিবিরে বড় ভরসার নাম মহেশ থিকশান৷ জোড়ের উপর স্পিন করতে পারা বাড়তি শক্তি এই স্পিনারের জন্য ৷

 

-নটআউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...