ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রত্যাশার চাপে ব্যর্থ মুশফিক!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২ ০৩:২৫

মুশফিকুর রহিম। ছবি সংগৃহীত মুশফিকুর রহিম। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ শ্রীলংকা বিপক্ষে দুই উইকেটের হার ছিটকে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। ফলে এবারের আসরে দর্শকের ভূমিকা পালন করতে হবে সাকিবদের। ক্যাচ মিস, রিভিউ না নেওয়ার সিদ্ধান্তে অনেকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন ‍মুশফিকুর রহিমকে। ব্যাট হাতেও নিজেকে মেলিয়ে ধরতে পারেননি মুশফিক। তাকে ঘিরে আলোচনা সমালোচনা হলেও অধিনায়ক সাকিব মনে করেন প্রত্যাশার চাপেই নিজের সেরাটা দিতে পারেননি মুশফিক।

সাকিব বলেন, 'আমার মনে হয় সে অনেক চাপে ছিল। সবাই বলাবলি করছিল- এটা তার গেম, তাকে ভালো খেলতে হবে, সে সবসময় শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলে। আমার মনে হয় এটা তাকে অনেক চাপে ফেলেছে। তবে মানুষের ভুল হতেই পারে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তার যে রেকর্ড, তাতে সে সবসময় শ্রীলঙ্কার জন্য হুমকি হয়ে থাকবে।'

শ্রীলংকাকে জয়ের বন্দরে পোঁছে দেওয়ার কাজটি ভালো মতই করেছিলেন কুশল মেন্ডিস। অথচ এই ডানহাতি ব্যাটার আউট হতে পারতেন ব্যক্তিগত দুই রানেই। তাসকিনের বলে গ্লাভস বন্দী করতে ব্যর্থ ছিলেন মুশফিক। এর আরও তিনবার জীবন পেয়েছিলেন মেন্ডিস। শেষ পর্যন্ত খেলেছেন অর্ধশতক রানের ইনিংস। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...