ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ম্যাচ জিতে বাংলাদেশকে খোঁচা দিলেন লঙ্কান গ্রেট

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২ ০১:১৭

সুপার ফোরে শ্রীলংকা৷ ছবি সংগৃহীত সুপার ফোরে শ্রীলংকা৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়ের পাশাপাশি সাবেকদের কেউ কেউ মেতেছিল কথার লড়াইয়ে৷ কথা লড়াইয়ে কে জিতেছে তা তর্ক সাপেক্ষ ব্যাপার৷ তবে মাঠের লড়াইয়ে শেষ হাসি শ্রীলংকার৷

ম্যাচ শেষে টুইট বার্তায় বাংলাদেশকে খোঁচা মেরেছেন মাহেলা জয়াবর্ধানে৷ তিনি লিখেছেন, ‘খুব ভালো করেছ ছেলেরা। চাপের মধ্যেও এই ম্যাচ জেতার জন্য দারুণ লড়াই করেছ। বলা নিরাপদ যে এটা ছিল একটা বিশ্বমানের পারফরম্যান্স।’

কথার লড়াই শুরু হয়েছিল আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচ শেষে৷ এক প্রশ্নে লঙ্কান কাপ্তান দাসুন শানাকা বলেছিলেন, বাংলাদেশ সহজ প্রতিপক্ষ৷ সাকিব, মুস্তাফিজ ছাড়া তাদের বিশ্বমানের বোলার নেই৷

শানাকার কথার জবাবে মেহেদি হাসান মিরাজ বলেছিলেন, মাঠেই প্রমাণ হবে কে ভালো কে খারাপ৷

ম্যাচের আগেরদিন বাংলাদেশ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, ‘আমাদের অন্তত মোস্তাফিজ এবং সাকিবের মতো বিশ্বমানের বোলার আছে। আমি তো শ্রীলঙ্কার বোলারই দেখি না।’

সুজনের জবাব দিয়েছিলেন লঙ্কান স্পিন কোচ৷ তিনি বলেছিলেন, ‘শুধু পরিসংখ্যান দিয়ে কোয়ালিটি বোলার বিবেচনা করা যায় না।’

সুজনের মন্তব্যে পাল্টা জবাব দিয়েছিলেন মাহেলা৷ টুইটারে লিখেছেন, ‘মনে হচ্ছে শ্রীলঙ্কার বোলারদের তাদের সামর্থ্য দেখানোর সময় চলে এসেছে এবং মাঠে ব্যাটসম্যানদের নিজেদের প্রমাণ দিতে হবে।’

শ্রীলংকার কাছে হেরে এবারের এশিয়া কাপ যাত্রা শেষ বাংলাদেশের৷ আপাতত লক্ষ্য বাড়ি ফেরা৷ পরবর্তী মিশন ত্রিদেশীয় সিরিজ৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...