ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ফিরে এলো পুরনো স্মৃতি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২ ২০:২১

নাগিন নাচ। ফাইল ছবি নাগিন নাচ। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ নাগিন নাচ, এই কথাটির সাথে সমধিক পরিচিত লঙ্কান খেলোয়াড়রা। কেননা ২০১৮ সালের নিদাহাস ট্রফির সেমিফাইনালে তাদের হারিয়ে এমন উৎসব করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। চার বছর বাদে এবার সেটি বাংলাদেশকে ফিরিয়ে দিলো লঙ্কান ক্রিকেটার। টূর্ণামেন্ট ভিন্ন, মিল নেই মাঠের, তবে যা মিল রয়েছে তা হলো উৎযাপন। বাংলাদেশও সেদিন জিতেছিল শেষ ওভারে, গতকাল শ্রীলংকাও জিতেছে শেষ ওভারেই। 

বাংলাদেশের দেওয়া ১৮৪ রানের টার্গের তাড়া করতে নেমে সফল আয়োজক শ্রীলংকা। দুই উইকেটের জয়ে নিশ্চিত করেছে সুপার ফোর। এবারের আসর থেকে বিদায় নিতে হচ্ছে সাকিবের দলকে। বাকি ম্যাচগুলো দর্শক হিসেবেই দেখতে। 

ম্যাচে বাংলাদেশের ‍বেশ কিছু ভুলেই মূলত বিজয় উৎযাপন করার সুযোগ পেয়েছে লঙ্কানরা। শুরুতে কুশল মেন্ডিসের ক্যাচ  মিস জন্ম দিয়েছে বড় ধরনের আক্ষেপ। এছাড়াও এই ডানহাতি ব্যাটার জীবন পেয়েছে আরও তিনবার। শেষ পর্যন্ত খেলেছে অর্ধশতক রানের ইনিংস। 

বাংলাদেশ এদিন কোন নিয়মিত ওপেনার ছাড়াই লড়াই করার সাহস দেখিয়েছে। অবশ্য তা কাজেও এসেছে। মেহেদি হাসান মিরাজের সঙ্গী ছিলেন সাব্বির রহমান। সাব্বির দ্রুত আউট হলেও মাঠে থাকাকালীন প্রচেষ্টা ছিল দ্রুত রান তোলার। শেষ পর্যন্ত বাংলাদেশ প্রথম ছয় ওভারে করতে পেরেছিল ৫৫ রান। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...