ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

শানাকার জবাবে সুজন, শ্রীলঙ্কা দলেও বোলার নেই

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২ ০৫:৪০

খালেদ মাহমুদ সুজন। ফাইল ছবি খালেদ মাহমুদ সুজন। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ এশিয়া কাপে আগামীকাল ভাগ্য নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাই স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে জিতলে সুপার ফোরের টিকিট মিলবে, হারলে টুর্নামেন্ট থেকে বিদায়। 

বাঁচা-মরার এই লড়াইয়ের আগে দুই শিবিরই চাপে আছে। এর মাঝে কথার লড়াইও জমে উঠেছে। গত ২৭ আগস্ট আফগানিস্তানের কাছে হারের পর শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা বলেছিলেন, আফগানাদের চেয়ে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ। এবং সাকিব ও মুস্তাফিজ ছাড়া বাংলাদেশ দলে বিশ্বমানের বোলার নেই।

তারপর থেকেই এশিয়া কাপে বিষয়টির চর্চা চলছে খুব। দুই দলের সংবাদ সম্মেলন, এমনকি রশিদ খানও বিষয়টি নিয়ে কথা বলেছেন।

বুধবার লঙ্কান অধিনায়ককে সরাসরিই জবাব দিয়েছেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আফগানদের কাছে হারের পর আজ অনুশীলন ছিল না টাইগারদের। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শানাকাকে জবাব দিতে গিয়ে সুজনও বিক্ষণতার পরিচয় দিতে পারেননি। তিনি বলেছেন, শ্রীলঙ্কা দলেও নাকি কোনো বোলার নেই।

শানাকার মন্তব্য নিয়ে দুবাইয়ে আজ সংবাদ সম্মেলনে টিম ডিরেক্টর বলেছেন, ‘এটা আসলে কেনো সে এমন কথা বলেছে আমি জানি না। হয়তো আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড একটু ভালো সেজন্য বলেছে।’

তিনি আরও বলেন, ‘সে আরও বলেছে আমাদের মাত্র দুইজন বোলার আছে বা এমন কিছু, তাইনা? আমিতো শ্রীলঙ্কা দলেও কোন বোলার দেখি না। আমাদের তো তাও অন্তত দুইজন আছে সাকিব ও মুস্তাফিজ। আমি মনে করি না যে তাদের সাকিব ও মুস্তাফিজের মত বিশ্বমানের বোলার আছে। কথা না, মাঠের খেলায় কি হয় সেটা গুরুত্বপূর্ণ। দেখা যাক কাল কি হয়।’

এখন দেখার বিষয় সুজনের মন্তব্য শুনে হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, চামিকা করুনারত্নেরাও কেমন তেলে-বেগুণে জ্বলে উঠেন।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...