ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সুপার ফোরে আফগানিস্তান, বাংলাদেশ ভাগ্য শ্রীলংকা ম্যাচে!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২ ১৯:৫৯

বাংলাদেশ-আফগানিস্তান। ছবি সংগৃহীত বাংলাদেশ-আফগানিস্তান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ এশিয়া কাপের চলতি আসরে প্রথম দল হিসেবে সুপার ফোরে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৮ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে মোহাম্মদ নবীর দল। 

 

গ্রুপ বি থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে জায়গা পেতে শ্রীলংকার বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। কেননা বর্তমানে শ্রীলংকার মতই অবস্থায় সাকিবের দল। হারলেই বিদায় নিতে হবে এবারের আসর থেকে। আগামীকাল ১লা অগাস্ট (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ৮ টায় মুখোমুখি হবে শ্রীলংকা-বাংলাদেশ। 

 

এদিকে বাংলাদেশকে আফগানিস্তানের চেয়ে সহজ প্রতিপক্ষ হিসেবে মানছে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। তবে দলটির সহকারী কোচ সমীহ করছে সাকিবদের। অপরদিকে মেহেদি হাসান মিরাজ মাঠের খেলায় প্রমাণ করতে চেয়েছে কে ভালো কে খারাপ। সব মিলে ম্যাচের আগে কথার উত্তাপ ছিল চরমে। এখন বাস্তবিক অর্থে প্রমাণের পালা বাইশ গজে। 

 

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগে বলা হয়েছিল বাংলাদেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলবে। তবে আফগানিস্তানের বিপক্ষে তা প্রকাশ পায়নি। শুরু থেকে শেষ নিজেদের উইকেট রক্ষার প্রচেষ্টা ছিল সর্বোচ্চ। তবে সেটিতেও হয়নি কাজের কাজ। পুরো ম্যাচে ছয় মেরেছে মোটে ১টি। আধুনিক টি-টোয়েন্টিতে তা বড় ধরনের অপরাধও বটে। 

 

-নট আউট/এমআরএস

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...