ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

এশিয়া কাপে রোহিতের চেয়ে বেশি রান করবে বাবর-ভারতীয় সাবেক তারকা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২ ০৩:৪৭

বাবর আজম ও রোহিত শর্মা। ছবি সংগৃহীত বাবর আজম ও রোহিত শর্মা। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ মরুর বুকে শনিবার (২৭ অগাস্ট) শ্রীলংকা ও আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ ১৫তম আসর। আগামীকাল ২৮ অগাস্ট (রবিবার) মাঠে নামবে ভারত-পাকিস্তান। বাইশ গজে দুই দলের স্নায়ু যুদ্ধ মাঠের বাইরেও প্রভার বিস্তার করে। দুই দলের সাবেক থেকে বর্তমান অনেক খেলোয়াড় মেতে উঠে ক্রিকেটের লড়াই। 

 

ক্রিকেট বিশ্বে বাবর আজম ও বিরাট কোহলি ভক্তদের মাঝে তর্ক বিতর্ক থাকলেও বাবরকে ভারতীয় সাবেক তারকা ব্যাটার ওয়াসিম জাফর তুলনা করেছেন রোহিত শর্মার সাথে। জাফর বলেছেন এবারের এশিয়া কাপে ভারতের অধিনায়ক রোহিত শর্মার চেয়ে বেশি রান করবেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

ক্রিকইনফোতে ওয়াসিম বলেছেন, ‘আমার মনে হয়, রোহিত বেশি কার্যকরী রান করবে। তবে বাব্র আজম বেশি রান করবে।’

ওয়াসিম জাফর রানের ক্ষেত্রে রোহিতের চেয়ে বাবরকে এগিয়েও রাখলেও, অধিনায়কত্বের বিচারে আবার রোহিতকে এগিয়ে রেখেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান। তার মতে, অভিজ্ঞতার আলোকে এশিয়া কাপের অধিনায়কত্বে রোহিতের চেয়ে ভালো করবেন রোহিত।

 

ইউনিস বলেছেন, ‘আমরা সবাই জানি, নিজ নিজ দলের জন্য বড় রান করার ক্ষেত্রে রোহিত ও বাবর কতটা গুরুত্বপূর্ণ। দলে তাদের অবদান সবসময় বেশি। তবে অধিনায়কত্বের বিচারে রোহিত খানিক এগিয়ে থাকবে। কারণ সে জাতীয় দলে বাবরের চেয়ে বেশি খেলছে এবং অনেক ভালো অধিনায়কের অধীনেও খেলেছে।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...