ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

এশিয়া কাপে ভারতের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ লক্ষ্মণ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২ ১৯:৪৭

ভিভিএস লক্ষ্মণ। ছবি সংগৃহীত ভিভিএস লক্ষ্মণ। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ জিম্বাবুয়ে সিরিজে বেশ কয়েকজন খেলোয়াড়ে সাথে বিশ্রাম দেওয়া হয়েছিল কোচিং প্যানেলের সবাইকে। সেসময় প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন ভিভিএস লক্ষ্মণ। এবার এশিয়া কাপেও দলটির অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব সামলাবেন তিনি।

 

মূলত হেড কোচ রাহুল দ্রাবিড় করোনা আক্রান্ত হওয়ায় ভারতীয় বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

সহকারী অধিনায়ক লোকেশ রাহুল, পেসার আভেষ খান এবং দীপক হুডার সঙ্গে হারারে থেকে ‍দুবাইয়ের বিমান ধরার কথা লক্ষ্মণের। এদিকে কোভিড নেগেটিভ হওয়ার পর মেডিকেল টিম থেকে সবুজ সংকেত পেলেই দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন দ্রাবিড়।

এশিয়া কাপে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত। যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তান ও বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। আগামী ২৮ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে রোহিত শর্মার দল।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত

ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...

এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা

এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...