ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

বাংলাদেশের জয়রথ থামাল পাকিস্তান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২২ ২১:৫৭

বাংলাদেশ ও পাকিস্তান অধিনায়ক। ছবি: এসিসি বাংলাদেশ ও পাকিস্তান অধিনায়ক। ছবি: এসিসি

স্পেশাল করেসপন্ডেন্ট: আবুধাবিতে টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বে টানা ৫ ম্যাচ জিতেছিল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ঘরের মাঠে এশিয়া কাপের শুরুতেও থাইল্যান্ডকে হারিয়েছিল তারা। টানা ছয় ম্যাচ পর হারের মুখ দেখল টাইগ্রেসরা। 

সোমবার সিলেটে এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে গেছে বাংলাদেশ নারী দল। 

সকাল ৯টায় ম্যাচ, টস হতে পারে বড় ফ্যাক্টর। ঠিক সেটাই হয়েছে। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে কন্ডিশনের পূর্ণ ফায়দা লুটেছে পাকিস্তান। ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে স্বাগতিকরা। মাত্র ৩ রানে নেই ৩ উইকেট। টি-২০ ম্যাচে এমন ধাক্কা কাটিয়ে উঠা খুবই কঠিন।

ব্যাটারদের ব্যর্থতার দিনে তাই হার নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশের মেয়েরা। স্পিন দিয়ে পাকিস্তানকে হারানোর পরিকল্পনা বাস্তবে ধরা দেয়নি। অবশ্য স্পিনাররা আক্রমণে আসার আগেই বাজে ব্যাটিংয়ে ম্যাচ হাত থেকে ফসকে গেছে। স্কোরবোর্ডে পুঁজিটা বড় ছিল না। স্বাভাবিকভাবে বোলাররাও তাই লড়াই জমাতে পারেননি।

আগে ব্যাট করা বাংলাদেশ নারী দল ৮ উইকেটে ৭০ রান তুলেছিল। সালমা খাতুন অপরাজিত ২৪ রান করেন। অধিনায়ক নিগার সুলতানা ১৭, লতা মন্ডল ১২ রান করেন। পাকিস্তানের দিয়ানা বেগ, নিদা দার ২টি করে, সাঈদা ইকবাল ও ওমাইমা সোহেল ১টি করে উইকেট নেন।

বাংলাদেশের ইনিংসে বৃষ্টির বাধায় খেলা কিছুক্ষণ বন্ধ ছিল। পরে পাকিস্তানের টার্গেট ঠিক হয় ৭১ রান। ১২.২ ওভারে ১ উইকেটে ৭২ রান তুলে জয় নিশ্চিত করে তারা। সিদরা আমিন অপরাজিত ৩৬, মুনিবা আলী ১৪ ও অধিনায়ক বিসমাহ মারুফ অপরাজিত ১২ রান করেন। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেট নেন সালমা খাতুন। পাকিস্তানের সিদরা আমিন ম্যাচ সেরা হন।

 

--নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

নারী এশিয়া কাপে মা-মেয়ের অংশগ্রহন 

চলমান নারী এশিয়া কাপ অতীতের সব আসরের তুলনায় ভিন্ন। কেননা এবারই প্রথম যেখানে পরিচালনার...

বেরসিক বৃষ্টিতে স্বপ্নভঙ্গ টাইগ্রেসদের, সেমিতে থাই...

ইতিহাস গড়েই শেষ চারে নাম লিখিয়েছে থাইল্যান্ড। 

অভিষেকেই হ্যাটট্রিকে ফারিহার বাজিমাত

অভিষেকেই বাজিমাত করেছেন তৃষ্ণা। মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। সিলেটে আজ...