ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বোলিং নৈপুণ্যে আরব আমিরাতকে হারাল শ্রীলঙ্কা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২২ ০৩:৩০

শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।  ছবি: আইসিসি শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ছবি: আইসিসি

নট আউট ডেস্কঃ টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের কাছে বড় ব্যবধানে হেরেই, এশিয়া কাপ মিশন শুরু করেছিল শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল৷ ঘুরে দাঁড়ানোর ম্যাচে, এদিন লঙ্কানরা সামনে পেয়েছিল তুলনামূলক কম শক্তির সংযুক্ত আরব আমিরাতকে(ইউএই)। তবে এদিন ইউএই বোলারদের তোপে ১০৯ রানের বেশি তুলতে পারেনি লঙ্কানরা। জবাবে আরব আমিরাত ১ উইকেট হারিয়ে ২০ রান তুলতেই হানা দেয় বৃষ্টি। 

যার কারণে দীর্ঘক্ষণ বন্ধ থাকে খেলা। বৃষ্টি থামলে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ১১ ওভারে। ফলে ইতিহাস রচনা করতে ইউএই'র প্রয়োজন ছিল ৭ ওভারে ৪৬ রান। তবে লঙ্কান বোলারদের দাপুটে বোলিংয়ে, সেই রান তুলতে ব্যর্থ হয় আরব আমিরাত। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৫৪ রানের বেশি তুলতে পারেনি তাঁরা। ফলে বৃষ্টি আইনে ১১ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা। 

১১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, দলীয় ১৫ রানের মাথায় আরব আমিরাত হারায় ওপেনার এশা রোহিতের উইকেট৷ এরপর বোর্ডে ২০ রান জমা করতেই হানা দেয় বৃষ্টি। যার কারণে বন্ধ থাকে খেলা৷ বৃষ্টি থামলে আবারও খেলা গড়ায় মাঠে। তবে ততক্ষণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ১১ ওভারে। ফলে জয়ের জন্য ৪২ বলে তখন আরব আমিরাতের প্রয়োজন ছিল ৪৬ রান, হাতে ৯ উইকেট। 

বৃষ্টির পর বোলিংয়ে নেমেই তেতে উঠে লঙ্কান বোলাররা। তাতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আরব আমিরাত৷ শুরুটা হয় কাভিসাকে দিয়ে৷ এরপর একে একে সাজঘরে ফিরতে থাকেন বাকি ব্যাটাররাও। অধিনায়ক তীর্থ দারুণ শুরু করেও খেলতে ব্যর্থ হয়েছেন বড় ইনিংস। তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় আরব আমিরাত।

জয়ের জন্য শেষ ওভারে আরব আমিরাতের প্রয়োজন ছিল ২২ রান। তবে ফাইনাল ওভারে ১০ রানের বেশি তুলতে পারেনি তাঁরা। ফলে ১১ রানের জয়ে আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কা। আরব আমিরাতের পক্ষে ২ চারে ১৯ বলে সর্বোচ্চ ১৯ রান করেন তীর্থ। শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেট নেন দিলহারি ও রানাওয়্যারা।

এর আগে সিলেট আউটডোর স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে, নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৯ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন ওপেনার মাদিভা। এছাড়া ১৯ রান করেন দ্য সিলভা। অনুষ্কা অপরাজিত থাকেন ১৭ রান করে। আরব আমিরাতের পক্ষে তিনটি করে উইকেট নেন মাহিকা ও মাহেষ।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

নারী এশিয়া কাপে মা-মেয়ের অংশগ্রহন 

চলমান নারী এশিয়া কাপ অতীতের সব আসরের তুলনায় ভিন্ন। কেননা এবারই প্রথম যেখানে পরিচালনার...

বেরসিক বৃষ্টিতে স্বপ্নভঙ্গ টাইগ্রেসদের, সেমিতে থাই...

ইতিহাস গড়েই শেষ চারে নাম লিখিয়েছে থাইল্যান্ড। 

অভিষেকেই হ্যাটট্রিকে ফারিহার বাজিমাত

অভিষেকেই বাজিমাত করেছেন তৃষ্ণা। মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। সিলেটে আজ...