ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

পাঁচ ব্যাটসম্যান আউট শূন্য রানে, পাকিস্তানের জয় ৯ উইকেটে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ২২:৪৭

মালয়েশিয়া ও পাকিস্তান। ছবি সংগৃহীত মালয়েশিয়া ও পাকিস্তান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ নারী এশিয়া কাপের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে পাকিস্তান। মালয়েশিয়ার বিপক্ষে দলটির জয় ৯ উইকেটে।  সিলেটে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৫৭ রান করে মালয়েশিয়া। জবাবে ১১ ওভার ও ১ উইকেট হাতে রেখে ৬১ রান করে পাকিস্তান। 

 

মালয়েশিয়ার ব্যাটারদের মধ্যে দুইজন স্পর্শ করেন দুই সংখ্যার। এলসা হান্টার অপরাজিত ছিলেন ২৯ রানে। দলটির ওপেনার ওয়ান জুলিয়া করেন ১১ রান। দলটির ৫ জন ব্যাটার আউট হয়েছে শূন্য রানে। 

 

পাকিস্তানের পক্ষে ওমাইমা সোহেল সর্বোচ্চ ৩ উইকেট নেন ৩ ওভারে ১৯ রান দিয়ে। দুটি উইকেট পান তুবা হাসান। ৪ ওভারে ১৩ রান দেন তিনি এবং হন ম্যাচসেরা।

৫৮ রানের লক্ষ্যে নেমে ৬ ওভারে দলকে ৪৫ রান তুলে দিয়ে আউট হন ওপেনার সিদ্রা আমিন। ২৩ বলে ৫ চারে সর্বোচ্চ ৩১ রান করেন তিনি। মুনিবা আলীকে নিয়ে আর তিন ওভার খেলে পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক বিসমাহ মারুফ। তিনি ৮ রানে ও মুনিবা ২১ রানে অপরাজিত ছিলেন।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

নারী এশিয়া কাপে মা-মেয়ের অংশগ্রহন 

চলমান নারী এশিয়া কাপ অতীতের সব আসরের তুলনায় ভিন্ন। কেননা এবারই প্রথম যেখানে পরিচালনার...

বেরসিক বৃষ্টিতে স্বপ্নভঙ্গ টাইগ্রেসদের, সেমিতে থাই...

ইতিহাস গড়েই শেষ চারে নাম লিখিয়েছে থাইল্যান্ড। 

অভিষেকেই হ্যাটট্রিকে ফারিহার বাজিমাত

অভিষেকেই বাজিমাত করেছেন তৃষ্ণা। মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। সিলেটে আজ...