ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

নারী এশিয়া কাপে গ্যালারি ‘ফ্রি’

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আয়োজনে নারী এশিয়া কাপ ক্রিকেট আগামীকাল শুরু হচ্ছে সিলেটে। টি-২০ ফরম্যাটের এই টুর্নামেন্টে অংশ নিবে সাতটি দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, আরব আমিরাত নারী দল এই প্রতিদ্বন্দ্বিতা করবে। রাউন্ড রবীন লিগের পর সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।


লাক্কাতুরা চা বাগান বেস্টিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আউটার স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ। দিনের আলোয় হবে ম্যাচগুলো। সকাল ৯টায় দিনের প্রথম ম্যাচ ও দুপুর দেড়টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচ।


টুর্নামেন্টের সবগুলো এখন সিলেটে রয়েছে। সর্বশেষ দল হিসেবে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে এসেছে টপ ফেভারিট ভারত। সিলেটের রোজভিউ হোটেলেই বেশিরভাগ দলের আবাস হয়েছে। তবে বাংলাদেশের দলটা অবশ্য গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে উঠেছে।


বিনা পয়সায় নারী এশিয়া কাপ দেখার সুযোগ সিলেটের ক্রিকেটপ্রেমীদের সামনে। যারা গ্যালারিতে বসে খেলা দেখতে চাইবেন তাদের খরচ করতে হবে না কিছুই। গাঁটের পয়সা খরচ করে গ্যালারির টিকিট কিনতে হবে না। এশিয়ার শীর্ষ নারী দলগুলোর লড়াই উপভোগ করা যাবে টাকা খরচ না করেই।


সিলেটের ক্রিকেটমোদীরা নিশ্চয়ই এই সুযোগ হাত ছাড়া করতে চাইবেন না।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

নারী এশিয়া কাপে মা-মেয়ের অংশগ্রহন 

চলমান নারী এশিয়া কাপ অতীতের সব আসরের তুলনায় ভিন্ন। কেননা এবারই প্রথম যেখানে পরিচালনার...

বেরসিক বৃষ্টিতে স্বপ্নভঙ্গ টাইগ্রেসদের, সেমিতে থাই...

ইতিহাস গড়েই শেষ চারে নাম লিখিয়েছে থাইল্যান্ড। 

অভিষেকেই হ্যাটট্রিকে ফারিহার বাজিমাত

অভিষেকেই বাজিমাত করেছেন তৃষ্ণা। মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। সিলেটে আজ...