ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

অলৌকিক কিছুও হয়ে যেতে পারে : তাসকিন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২ ০১:৫৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন ফিকে হয়ে গেলেও একবারে শেষ হয়নি। আগামী ৬ নভেম্বর (রবিবার) অলৌকিক কিছু ঘটলেই সেমি খেলা সম্ভাবনার দুয়ার খুলে যাবে বাংলাদেশের। সেদিন এমন কিছু হতেও পারে বলে মন্তব্য করেছেন ফর্মের চূড়ায় থাকা তাসকিন আহমেদ। 

 

তাসকিন বলেন, ‘এই গ্রুপের বেশির ভাগ ম্যাচই কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে, এখনো কিন্তু যেকোনো কিছু হতে পারে। অলৌকিক কিছুও হয়ে যেতে পারে। ’

 

রবিবার শেষ চার নিশ্চিত করতে মাঠে নামবে ভারত। প্রভাবশালী দলটির প্রতিপক্ষ জিম্বাবুয়ে। অপরদিকে দক্ষিণ আফ্রিকা মোকাবেলা করবে নেদারল্যান্ডসকে। ভারত কোনভাবে এক পয়েন্ট পেলেই জায়গা করে নিবে শেষ চারে। ডাচদের বিপক্ষে হোচট খেলেই সর্বনাশ হবে টেম্বা বাভুমার দলের। 

 

নানামুখী সমীকরণকে পাশ কাটিয়ে তাসকিনের নজর পাকিস্তানের বিপক্ষে নিজেদের ম্যাচে। তাসকিন বলেন, ‘শেষ ম্যাচে একই স্পিরিট নিয়ে নামব। ভালো খেলে জিততে চাইব, যদি ম্যাচ জিততে পারি, তখন দেখা যাবে কী হিসাব-নিকাশ হয়। আসল লক্ষ্য পরের ম্যাচটা জেতা। ’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...