ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

বিশ্বকাপের জন্য আমি কাজ করেছিঃ তাসকিন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২ ০০:০৪

তাসকিন আহমেদ। ছবি সংগৃহীত তাসকিন আহমেদ। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন। কেননা ১৫ বছর পর বিশ্বকাপ মূল মঞ্চে জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টাইগারদের জয়ে বড় ভূমিকা রাখা তাসকিন আহমেদ হয়েছেন ম্যাচ সেরা। ম্যাচ শেষে জানিয়েছেন নিজের ভাবনার কথা। 

 

তাসকিন বলেন, এই জয় আমাদের জন্য ভালো। আমাদের প্রয়োজন ছিল এটি। আমরা দল হিসেবে ভালো খেলতে পেরেছি। 

 

নিজের পারফর্ম নিয়ে তাসকিন বলেন, দলের ম্যাচ জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি। আমি বিশ্বকাপের জন্য কাজ করেছি। আমার মূল ফোকাস ছিল যেন দুই দিকেই বল সুইং করতে পারি। টেস্ট ম্যাচের লেন্থে বল করার চেষ্টা ছিল। আমি শুধু আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।

টস হেরে প্রথম ব্যাট করে বাংলাদেশের ইনিংস থামে ১৪৪ রানে। বল হাতে প্রথম দুই বলেই উইকেট নিয়ে দলকে চালকের আসনে নিয়ে যান তাসকিন। শেষ পর্যন্ত চার ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...