ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

ওপেনিং নিয়ে দুর্ভাবনা নেই শ্রীরামের মনে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২ ০৫:৪৯

শ্রীধরণ শ্রীরাম। ছবি সংগৃহীত শ্রীধরণ শ্রীরাম। ছবি সংগৃহীত

স্পেশার করেসপন্ডেন্টঃ চারদিন পরই টি-২০ বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। বিশ্বকাপে বাংলাদেশের দুজন ওপেনারের নাম কেউই নির্দিষ্ট করে বলতে পারবেন না। অনেক পরীক্ষা-নিরীক্ষার পরও চূড়ান্ত হয়নি বাংলাদেশের ওপেনিং জুটি। যা ক্রিকেটপ্রেমীসহ সবার মনেই চিন্তার উদ্রেক করেছে।


ওপেনার হওয়ার দৌড়ে আছে চারটি নাম। নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদী হাসান মিরাজের মধ্যে কারা ওপেনিং করবেন তা অস্পষ্ট।


কিন্তু বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বলছেন, ওপেনিং নিয়ে চিন্তা নেই। এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নবাণে তিতিবিরক্ত ভারতীয় এই কোচ। ওপেনিং নিয়ে এত প্রশ্নের কারণ দেখছেন না তিনি।
বৃহস্পতিবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে শ্রীরাম বলেছেন, ‘নিউজিল্যান্ডে প্রতি ম্যাচেই আমরা ৬ ওভারে ৪০ রান করেছি। ওপেনিং নিয়ে দুর্ভাবনা আছে কেন মনে করছেন, এটাই বরং আমার প্রশ্ন। নিউজিল্যান্ডে প্রতিটি দলের জন্য প্রথম ৬ ওভারে ৪০ রান ছিল প্রায় পার স্কোর এবং বাংলাদেশ প্রতি ম্যাচেই তা করেছে। আপনারা তাই কেন মনে করছেন যে ওপেনিং নিয়ে খুব দুশ্চিন্তা আছে, এটাই আমার প্রশ্ন। আমার মনে হয়, আমরা ওপেনিংয়ে অনেক বেশি মনোযোগ দেওয়া হচ্ছে।’


বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট আরও বলেন, ‘ওপেনিং নিয়ে আমরা সুনির্দিষ্ট কিছু চাইছি কেন? আগেও বলেছি, দল হিসেবে বাংলাদেশের দিকে তাকাতে হবে আমাদের। ওপেনিং নিয়ে আমরা এতটা পড়ে আছি কেন! এত প্রশ্নের মানেই দেখি না।’


কন্ডিশন ও প্রতিপক্ষ অনুযায়ী সাজানো হবে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। সবমিলিয়ে ব্যাটিং উন্মুক্ত রাখার পক্ষে শ্রীরাম। তিনি বলেছেন, ‘বিশ্বজুড়ে তাকান, সব দলই ব্যাটিং অর্ডার নিয়ে খুবই উন্মুক্ত। ফিঞ্চ চার নম্বরে ব্যাট করছে, ক্যামেরন গ্রিন ওপেন করছে। আমাদেরও ফ্লেক্সিবল হতে হবে। টি-টোয়েন্টি তে ফিক্সড ব্যাটিং অর্ডার জরুরী নয়। যেমন, আফগানিস্তানের বিপক্ষে খেললে মুজিবের বিপক্ষে দুজন বাঁহাতি রাখাই যাবে না (ওপেনিংয়ে), একজন ডানহাতি লাগবেই।’



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...