ঢাকা | মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

রুবেলের জন্য স্থায়ী কবরের দাবি তার স্ত্রীর

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২ ০১:২৪

ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে সাবেক টাইগার ক্রিকেটার মোশাররফ রুবেল। ফাইল ছবি ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে সাবেক টাইগার ক্রিকেটার মোশাররফ রুবেল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১৯ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমিয়েছে বাংলাদেশের দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। এরপর বারিধারায় ও মিরপুর স্টেডিয়ামে দুই দফা জানাজার পর, রুবেলেকে দাফন করা হয়েছে বনানী কবরস্থানে। বলা যায় অস্থায়ী ভাবেই এখানে ঠাঁই হয়েছে রুবেলের। কেননা, দুই বছর পর তার জায়গায় অন্য কেউ আশ্রয় করে নেবেন এই কবরে।

এদিকে আজ সকালে (২২ এপ্রিল) ছেলে রুশদানকে নিয়ে রুবেলের কবর দেখতে আসেন তার স্ত্রী চৈতি ফারহানা রূপা। করেছেন রুবেলের কবর জিয়ারত। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি জানিয়েছেন, বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা রুবেল যেন পায় একটু মাটি। এই সময়ে রুবেলের স্থায়ী কবরের দাবিও জানান রূপা।

এই প্রসঙ্গে রুবেলের স্ত্রী বলেন,  ‘রুবেল তো আসলে আমাদের সবার। মাত্র দুই বছরের জন্য সে এখানে (বনানী কবরস্থানে)। সত্যি বলতে এখানে স্থায়ী করতে হলে অনেক টাকা লাগে। প্রায় এক কোটির মতো। আমাদের কাছে তো এত টাকা নেই। আমি চাই রুবেলের কবরটা স্থায়ী হোক। ও যেন একটু মাটি পায়।’

রুবেলের স্থায়ী কবরের জন্য প্রধানমন্ত্রীর কাছেও আকুল আবেদন জানিয়েছেন ফারহানা রূপা। তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই চাওয়া, আপনি তো অনেককেই অনেক কিছু দেন। ক্রিকেটারদের জন্য অনেক কিছু করেন। রুবেলের মতো মৃত ক্রিকেটারকে কি এক ফোটা মাটির ব্যবস্থা করে দেবেন। শুধু একটি স্থায়ী কবর। আর কিছু চাওয়া নেই আমার।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

অটোগ্রাফসহ নেইমারের জার্সি উপহার পেলেন তামিম

নেইমারের পাবলিসিটির দায়িত্বে থাকা বাংলাদেশের ছেলে রবিন মিয়া, কাতার বিশ্বকাপে আছেন নেই...

নাসিরের ব্যাটে রংপুরের জয়

নাসির তার ৪৫ রানের ইনিংস সাজিয়েছিল ৭ চার ও ২ ছক্কায়। অর্থাৎ ৪০ রান তিনি নিয়েছেন বাউন্...

রাতে শুরু হচ্ছে বিজয় নাইট ক্রিকেট টূর্ণামেন্ট

উত্তরের জেলা পঞ্চগড়! অন্যান্য স্থানের তুলনায় যেখানে শীত অনেকটাই বেশি। নভেম্বর-ডিসেম্...