ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ওয়ার্নারের রান দিল্লির কাজে আসেনি, আয়না দেখার পরামর্শ দিলেন হরভজন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩ ২৩:৪৫

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আইপিএলে টানা ছয় আসরে ৫০০ করা একমাত্র ব্যাটার ডেভিড ওয়ার্নার। চলমান আসরেও রানের ধারা ঠিক পথেই রেখেছেন তিনি। তবে সমালোচনার জন্ম দিয়েছে স্ট্রাইকরেট। তার মন্থর গতির ব্যাটিংয়ে করা রান দলের প্রয়োজনে আসেনি বলে মন্তব্য করেছেন হরভজন সিং। একই সাথে সাবেক ভারতীয় মনে করেন ওয়ার্নার দিল্লির হয়ে ৫০ বল খেলা মানে ৫০ বলই নষ্ট। 

 

নিজের ইউটিউব চ্যানেলে হরভজন বলেন, ‘আমার মনে হয় না দিল্লি ঘুরে দাঁড়াতে পারবে, এর কারণ তাদের অধিনায়ক। দলকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারছে না, সঙ্গে তার ফর্মও একটা ব্যাপার। ওয়ার্নার হায়দরাবাদের বিপক্ষে দ্রুত আউট হয়েছে বলে দিল্লি এত কাছে পৌঁছাতে পেরেছিল। যদি ওয়ার্নার ৫০ বল খেলত, তাহলে ৫০ বলই নষ্ট হতো, দিল্লিও ৫০ রানে হারত।’

 

তিনি আরও বলেন, ‘পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সে সব সময় অন্যের ভুল নিয়ে কথা বলে। কিন্তু তুমি কী করেছ? ৩০০–এর বেশি রান করেছ, কিন্তু নিজের স্ট্রাইক রেটের দিকে একবার তাকাও। ওই ৩০০ রান দিল্লির কোনো কাজে আসেনি। দিল্লি কেন পয়েন্ট তালিকার সবার শেষে—এই কারণ খুঁজতে গেলে ওয়ার্নারকে আয়নার সামনে দাঁড়াতে হবে।’

 

চলমান আইপিএল শুরুর দিকে ওয়ার্নারকে নিয়ে একই কারনে সমালোচনা করেছিলেন ভারতীয় গ্রেট বীরেন্দর শেবাগ। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি

সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...

মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...