নতুন হেড কোচ নিয়োগ দিল কেকেআর
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২ ০৬:০৬
নট আউট ডেস্কঃ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ হিসেবে নিযোগ পেলেন ভারতের সাবেক উইকেট রক্ষক ব্যাটার চন্দ্রকান্ত পন্ডিত। ইংল্যান্ডের টেস্ট গুরু হিসেবে ব্রেন্ডন ম্যাককালাম দায়িত্ব নেওয়ায় নতুন কোচ নিয়োগ দিতে হলো কেকেআরকে।
কেকেআরের দায়িত্ব নিয়ে পন্ডিত বলেছেন, ‘এই দায়িত্ব দেওয়ায় আমি সম্মানিত। কলকাতার দলীয় সংস্কৃতি, ঐতিহ্য, জয়ের ক্ষুধা সম্পর্কে আমি ধারণা পেয়েছি। কেকেআরের উদ্যমী কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি। আশা করছি ইতিবাচক কিছু দিতে পারবো।’
কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোরে বলেছেন, ‘আমাদের পরবর্তী যাত্রায় চান্দু (চন্দ্রকান্ত) যুক্ত হওয়ায় আমরা উচ্ছ্বসিত। তার অঙ্গীকার, ঘরোয়া ক্রিকেটে সাফল্য সকলেই দেখেছেন। শ্রেয়াস আয়ারের সঙ্গে তার জুটি দেখতে আমরা মুখিয়ে আছি। আশা করছি উপভোগ্য এক জার্নি হবে।’
চন্দ্রকান্ত ভারতীয় জাতীয় দলের হয়ে ৫ টেস্টের সাথে খেলেছেন ৩৬ ওয়ানডে। প্রথম শ্রেণির ক্রিকেটের এই কিংবদন্তি জাতীয় দলের জার্সিতে নিজেকে সফলদের কাতারে নিয়ে যেতে পারেননি। কোচিং ক্যারিয়ারেও অভিজ্ঞতা রয়েছে তার। মুম্বাইকে ২০০৩ ও ২০০৪ মৌসুমে পরপর রঞ্জি ট্রফি জেতানোর কারিগর ছিলেন তিনি।
-নট আউট/এমআরএস
আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি
সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ
একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...
গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...
মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...
আপনার মূল্যবান মতামত দিন: