ঢাকা | বুধবার, ২২ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

বাদ পড়লেন জাহানারা, ধারাবাহিকতায় সালমা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ মে ২০২২ ০০:২৬

জাহানারা আলম ও সালমা খাতুন৷ ছবি সংগৃহীত জাহানারা আলম ও সালমা খাতুন৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: বর্তমান ক্রিকেট বিশ্বে আইপিএলের কদর বাকি সব লিগের চেয়ে অনেক বেশি৷ এখানে চার-ছক্কার লড়াইয়ে পাশাপাশি গতির ঝড়ে মিশে আছে অর্থের ঝনঝনানি৷ তবে দিন শেষে নিজেদের পরিকল্পনায় সফল হয় দেশটির ক্রিকেট বোর্ড৷ মোটা অঙ্কের টাকা আয়ের পাশাপাশি বের হয়ে আসে অনেক উদীয়মান খেলোয়াড়৷ যারা যোগ্যতা রাখে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার৷

আইপিএলের আদলে ভারতীয় ক্রিকেট বোর্ড উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ লিগ শুরু করেছে৷ গত আসরে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছিল দুজন৷ তবে আসন্ন আসরে নতুন করে কেউ যেমন যুক্ত হয়নি ঠিক তেমনি বাদ পড়েছেন একজন৷

এবারের আসরে সালমাকে চেয়েই বিসিবি’র (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সাথে যোগাযোগ করেছে বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)। বিসিবি ইতোমধ্যে তাকে দিয়েছে অনাপত্তিপত্রও।

আগামী ২৩ মে থেকে ২৮ মে পর্যন্ত ভারতের পুনেতে অনুষ্ঠিত হবে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের এবারের আসর। অংশ নিচ্ছে যথারীতি তিনটি দল সুপারনোভাস, ট্রেইলব্লেজার্স ও ভেলোসিটি।

বিষয়টি নিশ্চিত করে বিসিবি নারী বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ ’ কে বলেন, ‘হ্যাঁ, বিসিসিআই সালমাকে চেয়ে আমাদের সাথে যোগাযোগ করেছে, আমরাও তাকে অনাপত্তিপত্র দিয়ে দিয়েছি। এবার শুধু একজনই সুযোগ পেল। আসলে এটাতো বিসিসিআইয়ের হাতে, তারা কাকে নিবে কাকে নিবে না।’

উল্লেখ্য, ২০১৮ সালে মাত্র দুই দল নিয়ে টুর্নামেন্টটি যাত্রা শুরু করে। পরের আসরেই অবশ্য বিসিসিআই বাড়িয়েছে আরও একটি দল। এখনো পর্যন্ত হওয়া তিন আসরের প্রথম দুইটিই জিতেছে সুপারনোভাস, সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ট্রেইলব্লেজার্স।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি

সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...

মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...