হায়দ্রাবাদকে স্রেফ উড়িয়ে দিয়ে ফাইনালে কলকাতা
প্রকাশিত: ২১ মে ২০২৪ ২৩:২৭
নট আউট ডেস্কঃ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গ্রুপ পর্বের খেলায় দাপট দেখিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। টেবিলের উপরে থেকেই প্লে-অফের টিকিট কাটে দলটি। অন্যদিকে দাপট দেখিয়ে সেরা দুইয়ে থেকেই প্লে-অফে উঠে সানরাইজার্স হায়দ্রাবাদও। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে এদিন মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে হায়দ্রাবাদকে স্রেফ উড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে আইপিএলের ফাইনাল নিশ্চিত করেছে কলকাতা। অবশ্য, হারলেও ফাইনাল উঠার সুযোগ এখনই শেষ হয়ে যাচ্ছে না হায়দ্রাবাদের।
আহমেদাবাদে এদিন সানরাইজার্স হায়দ্রাবাদের দেওয়া ১৬০ রানের মাঝারি সংগ্রহ তাড়া করতে নামে কলকাতা নাইট রাইডার্স। উদ্বোধনী জুটিতে কলকাতাকে উড়ন্ত সূচনা এনে দেন রহমানউল্লাহ গুরবাজ ও সুনীল নারিন। দু'জন মিলে যোগ করেন ৪৪ রান। ২টি করে চার ও ছক্কায় গুরবাজ ফিরেন ব্যক্তিগত ২৩ রানে। ৪ চারে নারিনের ব্যাট থেকে আসে ২১ রান।
দুই ওপেনারকে হারানোর পর কলকাতার হাল ধরেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও ভেঙ্কাটেশ আইয়ার। দু'জন মিলে হায়দ্রাবাদ বোলারদের এদিন দেননি কোন সুযোগই। এই দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ফাইনালই নিশ্চিত করে ফেল কলকাতা। শেষ পর্যন্ত ৮ উইকেট ও ৩৮ বল হাতে রেখেই দাপুটে জয় পায় তারা। ৫ চার ও ৪ ছক্কায় ভেঙ্কাটেশ আইয়ার অপরাজিত থাকেন ৫১ রান করে, ৫ চার ও ৪ ছক্কায় ৫৮ রান করেন শ্রেয়াস আইয়ার।
এর আগে ব্যাট করে ১৫৯ রানেই গুটিয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। ৭ চার ও ১ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেন রাহুল ত্রিপাঠী। এছাড়া ক্লাসেনের ব্যাট থেকে আসে ৩২ রান। প্যাট কামিন্স করেন ৩০ রান। কলকাতার পক্ষে ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। বরূণ চক্রবর্তী নেন ২ উইকেট।
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...
আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...
আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...
আপনার মূল্যবান মতামত দিন: