ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

তেইশেও 'উনিশ' আনতে চান রোহিত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩ ১৭:৩২

ফাইল ছবি ফাইল ছবি

নট আউট ডেস্ক:২০১৯ বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত৷ যদিও সেবার মানসিকভাবে টপার ছিল দলটি৷ আসন্ন বিশ্বকাপ নিজেদের মাটিতে খেলবে ভারত৷ ফলে বাড়তি চাপ থাকবে সকলের প্রতি৷ তবে উনিশের মত এবারও মানসিকভাবে সেরা অবস্থানে থাকতে চায় ভারত৷

সংবাদ সম্মেলনে রোহিত বলেছেন,'কীভাবে আমি নিজেকে শান্ত রাখছি সেটাই গুরুত্বপূর্ণ।বাইরের এমন কিছু নিয়ে মাথা ঘামাতে চাই না যা ইতিবাচক বা নেতিবাচকভাবে আমার মধ্যে প্রভাব ফেলবে।সব দরজা বন্ধ রাখতে চাই। ২০১৯ বিশ্বকাপের আগে যে রকম মানসিকতা ছিল, সে রকমই রাখতে চাই।'

২০১৯ বিশ্বকাপের আগে ভারতের মানসিক প্রস্তুতি নিয়ে রোহিত বলেছেন, 'সেই বিশ্বকাপের আগে মানসিকভাবে দারুণ জায়গায় ছিলাম। প্রস্তুতিও ভাল হয়েছিল। খুব ভাল লেগেছিল খেলার সময়। সেই জায়গা ফিরে যেতে চাই। হাতে সময়ও রয়েছে। ২০১৯ বিশ্বকাপের আগে ঠিক কী কী করেছিলাম সেটা মনে করতে চাই। ক্রিকেটার এবং মানুষ হিসাবে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে চাই।'

এক যুগ আগের ভারত 'অভিজ্ঞতা' পুঁজি সাউদির

দীর্ঘ সময় ধরে আইসিসি ট্রফি জিততে পারছে না ভারত৷ খুব কাছে গিয়ে ফাইনাল হেরেছে কয়েকবার৷ এবার বিশ্বকাপ জেতা বড় লক্ষ্য ভারতের৷

রোহিতের মতে, 'রাতারাতি কেউ সফল বা ব্যর্থ হতে পারে না। এক মাসের ক্রিকেট ব্যক্তি হিসাবে আমাকে বদলাতে পারবে না। গত ১৬ বছরেও মানুষ হিসাবে বিশেষ বদলাইনি। আপাতত আমার লক্ষ্য আগামী দুই মাসে নিজের এবং দলের জন্যে কী অর্জন করতে পারি।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷