ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

কোহলিকে ছাড়িয়ে যাবেন বাবর, বিশ্বাস ইমরান খানের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৩ ২৩:৫৫

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: ভারত-পাকিস্তানের দ্বৈরথ বহু পুরনো৷ দুই দলের দুই তারকা ক্রিকেটারকে নিয়ে কথা হয় চায়ের আড্ডায়৷ বাবর আজম নাকি বিরাট কোহলি, কে বর্তমানে সেরা খেলোয়াড়৷ এসব নিয়েও মেতে থাকে সমর্থকরা৷ এবার এই দুই ক্রিকেটারকে নিয়ে কথা বলেছেন, পাকিস্তান গ্রেট ইমরান খান৷

ইমরান খান মনে করেন কোহলিকে ছাড়িয়ে যাবেন বাবর৷ ইমরান খানের সুপারিশে অধিনায়ক করা হয়েছে বাবর আজমকে৷


ক্রিকেট পাকিস্তান এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, স্থানীয় ক্রীড়া সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় ইমরান খান দাবি করেছেন যে, যদিও তিনি সম্প্রতি খুব বেশি ক্রিকেট দেখেননি। তবে তিনি যা দেখেছেন, তা থেকে তিনি নিশ্চিত যে, বাবর অনায়াসে ভারতীয় স্টার কোহলির রেকর্ড ছিনিয়ে নিতে পারবেন।


খান বলেন, ‘আমি সম্প্রতি ক্রিকেট দেখিনি, কিন্তু আমি বিশ্বাস করি যে, বিরাট কোহলি ও বাবর আজম একই শ্রেণির খেলোয়াড়। বাবর আজম সহজেই বিরাট কোহলিকে ছাড়িয়ে যেতে পারেন; আমি যা দেখেছি তাতে তিনি খুব ভালো।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক আরও বলেন, তিনি বাবরকে জাতীয় দলের অধিনায়ক হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তৎকালীন চেয়ারম্যান এহসান মানির কাছে সুপারিশ করেছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷