ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ম্যাচ জিততেই হবে ভাবনা থেকে বের হয়ে বিশ্বকাপ জিততে চায় রোহিত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৩ ১৭:৪৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: ভারতীয় ক্রিকেটের ট্রফি খরা কাটছে না কোনভাবেই৷ টানা দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হারলো দলটি৷

সবশেষ দশ বছরে আইসিসির কোন ট্রফি জিততে পারেনি ভারত৷ অথচ দ্বিপাক্ষীয় সিরিজে ভারতের চেয়ে সফল দল নেই বেশি৷ ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে কেমন করবে দলটি এ নিয়ে চলছে বিস্তর আলোচনা৷

ওয়ানডে বিশ্বকাপ নিয়ে আলাদা ভাবে ভাবছেন ভারতীয় অধিনায়ক৷ ম্যাচ জেতার জন্য বাড়তি চাপ নিতে দিবে না সদস্যদের৷ তবে করতে চায় ভিন্ন কিছু৷


হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সাংবাদিকদের তিনি বলেন, 'অক্টোবরে যখন বিশ্বকাপ হবে, তখন আমরা অন্যভাবে খেলার চেষ্টা করব। আমরা প্রতিটা ক্রিকেটারকে নিজেদের মতো করে স্বাধীনভাবে খেলতে দেব। নিজেদের মাথায় ঢোকাবো না আজ এই ম্যাচটা জিততে হবে বা অন্য একটা ম্যাচ জিততেই হবে। আমরা ভাবছি, এই ম্যাচটা গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্টটা খুব গুরুত্বপূর্ণ। ফলে আসল কাজটাই হচ্ছে না। সুতরাং আমাদের অন্যরকম চিন্তা করতে হবে। বিভিন্ন ভাবে কাজ করতে হবে। আমাদের ফোকাস থাকবে, আলাদা কিছু করার উপর।'

রোহিত শর্মা বলেন, আমাদের একাগ্রতার কোনো অভাব নেই। আমরা অন্যভাবে খেলতে চাই। আমরা ভিন্ন কিছু করতে চাই। আমরা অনেক আইসিসি টুর্নামেন্ট খেলেছি, কিন্তু এখনও জিততে পারিনি। আমাদের প্রচেষ্টা থাকবে অন্যভাবে খেলা এবং ভিন্ন কিছু করার।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷