ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ভারতে বিশ্বকাপ জেতার স্বপ্নে বিভোর বাবর আজম

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ০২:১৫

বাবর আজম। ফাইল ছবি বাবর আজম। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ চলতি বছরের শেষ দিকে ভারতে বসবে ৫০ ওভারের বিশ্বকাপ। আসন্ন এই বিশ্ব আসরকে ঘিরে এখনো কেউ তোরজোর শুরু করে না দিলেও, পাকিস্তান অধিনায়ক বাবর আজম করেছেন নিজের লক্ষ্য স্থির। সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান অধিনায়ক জানিয়েছেন নিজের স্বপ্নের কথা। ভারত থেকে ওয়ানডে বিশ্বকাপ জিতে তবেই ফিরতে চান দেশে। এছাড়া চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) হাঁকাতে চান শতক।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই পাক তারকা বলেছেন, ‘আমি এই বছর (২০২৩) ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপ জিততে চাই এবং আমি চাই আমার দেশ বিশ্ব চ্যাম্পিয়ন হোক।’

এদিকে পিএসএলে পেশোয়ার জালমিকে নেতৃত্ব দেওয়া বাবর, দলটির হয়ে জিততে চান পিএসএল শিরোপা। সেই সাথে পিএসএলে হাঁকাতে চান শতকও। সাক্ষাৎকারে বাবর আজম আরও বলেছেন, ‘আমার এখন অনেক কিছু অর্জন করার আছে। তবে আমার মূল লক্ষ্য, এই মৌসুমে প্রথম পিএসএলে সেঞ্চুরি করা এবং পেশোয়ার জালমির হয়ে পিএসএল জেতা।’

উল্লেখ্য,, ২০১১ সালের পর ওয়ানডে বিশ্বকাপের সেমি-ফাইনাল অব্ধি পৌঁছাতেই পারেনি পাকিস্তান। সেবা'র পাকিস্তানকে সেমিতে উড়িয়ে দিয়ে, ফাইনালে লঙ্কানদের হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ভারত। এরপর এই ফরম্যাটের বিশ্বকাপে আরও দুইবার ভারতের সাথে দেখা হলেও দুইবারই হেরেছে বাবর আজমরা।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷