ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

'মরার উপর খাড়ার ঘা' অস্ট্রেলিয়া শিবিরে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩ ০১:২৩

চোটে পড়েছেন ওয়ার্নার। গেটি ইমেজ চোটে পড়েছেন ওয়ার্নার। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ ভারত সফরে এসে চার টেস্টের সিরিজে প্রথম দুই টেস্টে অসহায় আত্নসমর্পণ করেছে সফরকারী অস্ট্রেলিয়া। সিরিজ হার এড়াতে বাকি দুই টেস্টে জিততেই হবে প্যাট কামিন্সের দলকে। এমন অবস্থায় ‘মরার উপর খাড়ার ঘা’ নিয়ে এসেছেন দলটির তারকে ওপেনার ডেভিড ওয়ার্নার। চোটের কারণে চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফি থেকে ছিটকে গেছেন এই তারকা।

দিল্লিতে সিরিজের দ্বিতীয় টেস্টে কনুইয়ে চোটে পড়েন ওয়ার্নার। কনুয়ে ফ্র্যাকচারের কারণে সিরিজের বাকি দুই টেস্ট থেকেই ছিটকে যান তিনি। চোট কাটিয়ে উঠতে এই ওপেনার তাই ধরবেন সিডনির বিমান। সেখানেই চলবে তার পুনর্বাসন প্রক্রিয়া। এরপর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের আগেই ফের ফিরবেন ভারতে।

এদিকে ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে এই মূহুর্তে দেশ থেকে কাউকে উড়িয়ে আনছে না অজিরা। তাই ইনদোরে উসমান খাজার সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে ট্রাভিস হেডকে। এছাড়া চোট কাটিয়ে ইনদোরে তৃতীয় টেস্টের জন্য ফিট হয়ে উঠেছেন তারকা অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন ও মিচেল স্টার্ক। তবে, চোটের কারণে জশ হ্যাজেলউডের ফেরা হচ্ছে না বোর্ডার-গাভাস্কার ট্রফিতে।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷