ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বাবরকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে পাকিস্তান ক্রিকেটে, দাবি মিসবাহর

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৩ ০১:১৫

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বাবর আজম! প্রতিপক্ষ বোলারদের রীতিমত ভয় জাগানি ক্রিকেটারদের একজন। পাকিস্তান ক্রিকেটকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই ব্যাটার। একবার বলেছিলেন আগামী দেড় বছরে দুই ট্রফি জিততে চান। প্রথমটির সুযোগ আসলেও ফাইনাল হারে উঁচিয়ে ধরা হয়নি কাঙ্খিত সেই স্বপ্ন।

 

ব্যাটার বাবরকে নিয়ে দেশটির ক্রিকেটে খুব একটা অভিযোগ না থাকলেও অধিনায়ক বাবরকে নিয়ে কমতি নেই অভিযোগের। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ মিসবাহ উল হকের ভাষ্যতে বাবরকে নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র। অধিনায়কের অবস্থান ক্রমাগত দূর্বল করতে একটি মহল চেষ্টা চালাচ্ছেন বলেও মন্তব্য করেছেন তিনি। 

 

মিসবাহ বলেন, ‘আমার রক্তে ক্রিকেটটা রয়েছে। আমি সবসময়তে ক্রিকেট ম্যাচ দেখি। ক্রিকেট নিয়েই সবসময়তে পড়াশোনা চালিয়ে যাই। সেই জায়গা থেকে দাঁড়িয়েই আমি এই কথাটা বলতে পারি যে দলে বাবর আজমের অবস্থানটাকে দুর্বল করা হচ্ছে। ক্রমাগত প্রচেষ্টা চালানো হচ্ছে দুর্বল করতে।’

 

মিসবাহর ভাষ্য, ‘তাকিয়ে দেখুন তাকে বেশ কিছু এমন প্রশ্ন করা হয়েছে যা অনভিপ্রেত। এর থেকে তো এটাই নির্দেশ করে যে অধিনায়ক বাবরকে দুর্বল করা হচ্ছে। আমি হতাশ‌ যে এই ঘটনা দলের ড্রেসিং রুমে বাজে প্রভাব ফেলবে। কারোর ওপর এমন চাপ দিলে তা তাকে মানসিকভাবে বিব্রত করবে। যা উল্টে দলের ক্ষতিই করবে।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷