ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

টি-টোয়েন্টিতে গুরুত্ব হারাচ্ছেন রোহিত-কোহলি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৩ ০৪:১৮

রোহিত শর্মা ও বিরাট কোহলি। ছবি সংগৃহীত রোহিত শর্মা ও বিরাট কোহলি। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ দীর্ঘ সময় ধরে জাতীয় দলের হয়ে খেলছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ক্যারিয়ারে খেলে ফেলেছেন বেশ কয়েকটি বিশ্বকাপ। তবে শেষ কয়েক বছরে ছুঁয়ে দেখা হচ্ছেনা কাঙ্খিত সেই ট্রফি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল হারের পর শঙ্কায় পড়েছিল তাদের ক্যারিয়ার। চলমান শ্রীলংকার বিপক্ষে সিরিজে দুজনেই অনুপস্থিত। 

 

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুই গ্রেটের না থাকার সম্ভাবনাই প্রবল। শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ শেষে কোচ রাহুল দ্রাবিড়ের কথা অন্তত তাই ইঙ্গিত দেয়। 

 

রাহুল দ্রাবিড় বলেছেন, ‘আমাদের এই দলে অনেক তরুণ খেলোয়াড় আছেন। আমাদের এখন ধৈর্য ধরতে হবে। এসব তরুণ টেকনিক্যালি দারুণ। এখন তাঁদের পারফর্ম করার জন্য সঠিক পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের। এটা ঠিক যে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নেমে শেখাটা অনেক কঠিন। কিন্তু তারপরও আমাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে।’

 

দ্য ওয়াল আরও বলেন, ‘এটা ঠিক যে অক্টোবরের টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে যে দল খেলেছিল, শ্রীলঙ্কার বিপক্ষে সে দলের মাত্র চারজন আছে। আমরা এখন যে জায়গায় আছি, সেখানে দাঁড়িয়ে ভবিষ্যতের দল নিয়ে ভাবছি। আমাদের এই দল বেশ তরুণ। শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে এই দল নিয়ে খেলাটা আসলেই দারুণ এক অভিজ্ঞতা। এ মুহূর্তে আমাদের মনোযোগের প্রায় পুরোটাজুড়েই এ বছরের ওয়ানডে বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সুতরাং টি–টোয়েন্টি ক্রিকেট এখন আমাদের নতুনদের পরখ করে দেখার একটা সুযোগ করে দিয়েছে।’

 

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷