ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

কোহলি তিন ফরম্যাটেই বিশ্বসেরা: স্মিথ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২ ০৪:০১

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সেঞ্চুরির দেখা না পাওয়া বিরাট কোহলি ঘুরে দাঁড়িয়েছে দাপটের সাথেই। সদ্য সমাপ্ত বিশ্বকাপে করেছেন সর্বোচ্চ রান। যদিও দলীয় ব্যর্থতায় শঙ্কায় টি-টোয়েন্টি ক্যারিয়ার। শঙ্কা জেগেছে টি-টোয়েন্টি দলে থাকা নিয়ে। বর্তমান সময়ে যে কয়েকজন ক্রিকেটার তিন ফরম্যাটে নিয়মিত খেলেন তাদের একজন বিরাট। তিন ফরম্যাটে কোহলি বিশ্বসেরা বলে মনে করেন স্টিভেন স্মিথ। 

কোহলি প্রসঙ্গে স্মিথ বলেন, 'সে (কোহলি) তিন ফরম্যাটেই একজন বিশ্বমানের ক্রিকেটার। সে অনেক রান করেছে এবং সে একজন অসাধারণ খেলোয়াড়।'

 

২০১১ সালের ২০শে জুন টেস্ট অভিষেক হয়েছিল কোহলির। কিংস্টনে নিজের অভিষেক টেস্টে সুবিধা করতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৪ রান করেছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসেও ১৫ রানের বেশি করতে পারেননি এই ডানহাতি ব্যাটার। তিন ম্যাচের সেই টেস্ট সিরিজে পাঁচ ইনিংস মিলিয়ে মোটে ৭৬ রান করেছিলেন কোহলি।

 

তিনি সাদা পোশাকে প্রথম হাফ সেঞ্চুরি পেয়েছিলেন নিজের ষষ্ঠ ইনিংসে। সেটা ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে। এই টেস্টের দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে লাল বলের ক্রিকেটে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে কোহলিকে অপেক্ষা করতে হয়েছিল ১৪ ইনিংস।

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷