ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বিশ্বকাপ থেকে ক্যারিবিয়ানদের বিদায়ের তদন্ত করবেন লারা-আর্থার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২ ০৩:১০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় হয়েছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজ। দলের এমন ব্যর্থতা খতিয়ে দেখতে কমিটি গঠন করবে বলে জানিয়েছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

 

পূর্ব ঘোষিত কথা অনুযায়ী কমিটি গঠন করেছে দেশটির ক্রিকেট বোর্ড। তিন সদস্যের এই কমিটিতে আছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা এবং মিকি আর্থার। তাদের কমিটির প্রধান হিসেবে থাকছেন ইস্টার্ন ক্যারিবিয়ান সুপ্রিম কোর্টের বিচারপতি প্যাট্রিক থমসন।

 

বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদ এবং ডার্বিশায়ারের কোচিং প্যানেলে কাজ করছেন লারা ও আর্থার। তাদের দুজনের মধ্যকার রসায়নে আশা রাখছে সিডব্লিউআই। আগামী কিছুদিনের মধ্যেই তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এই তদন্ত কমিটিকে।


এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নিশ্চিতভাবেই ফেভারিট ছিল ২০১২ ও ১৬ আসরের চ্যাম্পিয়নরা। তবে অস্ট্রেলিয়ায় প্রথম ম্যাচে স্কটল্যান্ড ও তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে অঘটনের শিকার হয় তারা।

 

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷