ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

শর্ত সাপেক্ষে জামিন পেলেন গুনাথিলাকা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২ ২৩:৫৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সদ্য সমাপ্ত বিশ্বকাপে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন লঙ্কান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা। ১১ দিন আটক থাকার দেড় লাখ অস্ট্রেলিয়ান ডলার ও কিছু শর্তের বিনিময়ে জামিন দিলেন সিডনির ডাউনিং সেন্টার লোকাল কোর্ট।

 

আগামী ১২ জানুয়ারি এই মামলা আদালতে ওঠার কথা রয়েছে। ততদিন পর্যন্ত একটি নির্দিষ্ট ঠিকানায় থাকতে হবে গুনাথিলাকাকে। এছাড়াও প্রতিদিন পুলিশের কাছে রিপোর্ট করতে হবে। 

 

পারকেলা জেল থেকে অডিওভিজুয়াল লিঙ্কের মাধ্যমে আদালতের এই সিদ্ধান্ত জানতে পারেন গুনাথিলাকা। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ম্যাজিস্ট্রেট জ্যানেট ওয়াহলকুইস্ট গুনাথিলাকার জামিন মঞ্জুর করেছেন।

 

ওয়াহলকুইস্ট বলেন, একজন অস্ট্রেলিয়ান নাগরিক এই ধরনের অভিযোগে যেভাবে জামিন পেতেন, সেই নিয়মই বহাল থাকছে শ্রীলঙ্কার এই ক্রিকেটারের ক্ষেত্রে। গুনাথিলাকার পক্ষের আইনজীবী মুরুগান থানগারাজ জামিনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এই ধরনের পরিস্থিতিতে অবশ্যই তিনি জামিন পেতে পারেন।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷