ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

অস্ট্রেলিয়ার নতুন ওয়ানডে অধিনায়ক কামিন্স

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২ ১৯:৩২

প্যাট কামিন্স। ছবি সংগৃহীত প্যাট কামিন্স। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ব্যক্তিগত ব্যর্থতায় অস্ট্রেলিয়ার ওয়ানডে নেতৃত্ব ছেড়ে দেওয়ার পাশাপাশি এই সংস্করণ থেকে অবসর নিয়েছিলেন অ্যারন ফিঞ্চ। এর পর যে কয়েকজনের নাম সামনে এসেছিল তাদের একজন দেশটির টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। তবে সাদা পোষাকের অধিনায়ক জানিয়েছিল ‘তিন ফরম্যাটেই অধিনায়কের দায়িত্ব নেওয়া বাস্তবসম্মত মনে করি না’। তবে শেষ পর্যন্ত তিনিই হলেন ওয়ানডে অধিনায়ক। 

 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে টেস্ট অধিনায়ককেই দেওয়া হলো ওয়ানডের দায়িত্ব। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে অধিনায়ক ঘোষণা করেছে।

 

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে কামিন্স বলেন, ‘ফিঞ্চের অধীনে খেলা আমি উপভোগ করেছি এবং তার নেতৃত্ব থেকে অনেক কিছু শিখেছি। এই জুতোয় পা রাখা অনেক তাৎপর্যপূর্ণ, অবশ্য আমরা খুবই সৌভাগ্যবান যে অনেক অভিজ্ঞতাসম্পন্ন ওয়ানডে দল আমাদের আছে।’

কামিন্সকে নিয়োগ দেওয়ার পর নির্বাচক প্রধান জর্জ বেইলি বলেছেন, টেস্ট দলের অধিনায়কত্ব নেওয়ার পর থেকে চমৎকার কাজ করছে প্যাট। আমরা ভারতে ২০২৩ বিশ্বকাপেও ওয়ানডে দলের নেতৃত্বে তাকে দেখতে উন্মুখ।’

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷