ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

রোহিতের ব্যাটে সমতা ফেরাল ভারত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ০৯:৩৪

রোহিতের ঝড়ো ব্যাটিংয়ে জিতল ভারত। গেটি ইমেজ রোহিতের ঝড়ো ব্যাটিংয়ে জিতল ভারত। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ মোহালিতে আগের ম্যাচেই রান উৎসব করেও হেরেছিল স্বাগতিক ভারত। তাই সিরিজে টিকে থাকতে আজ (শুক্রবার) জয়ের কোন বিকল্প ছিল না রোহিত শর্মার দলের জন্য। তবে নাগপুরে ম্যাচ শুরুর আগেই হানা দেয় বেরসিক বৃষ্টি। তাতেই নির্ধারিত সময়ে হয়নি টস, গড়ায়নি খেলাও।

শেষ পর্যন্ত বৃষ্টি থামলে, গ্রাউন্ডসম্যানদের প্রচেষ্টায় অবশেষে প্রস্তুত হয় মাঠ৷ ততক্ষণে অবশ্য নির্ধারিত সময়ের পেরিয়ে গড়িয়েছে আরও ঘণ্টা দুয়েক। তাই স্বাভাবিকভাবেই কমে আসে ম্যাচের দৈর্ঘ্য। ফলে ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-টোয়েন্টি গড়িয়েছে ৮ ওভার করে৷ 

কার্টেল ওভারের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে সফরকারী অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারেই রান আউটে কাটা পড়েন ওপেনার ক্যামেরুন গ্রিন। একই ওভারে রানের খাতা খোলার আগে ফিরেন গ্ল্যান ম্যাক্সওয়েল। তাকে ফেরান অক্ষর প্যাটেল। এক ওভার বাদে ফের বোলিংয়ে এসে এবার এই বাঁহাতি তুলে নেন টিম ডেভিভের উইকেটও৷ 

বাকিদের এমন আসা যাওয়ার মিছিলে অন্যপ্রান্তে রানের চাকা সচল রাখেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এরপর তাকে যোগ্য সঙ্গ দেন ম্যাথু ওয়েড। দু'জনই অজিদের স্বপ্ন দেখান রান পাহাড়ের৷ তবে এর মাঝেই বিধ্বংসী হয়ে উঠা ফিঞ্চকে ফেরান চোট কাটিয়ে ফেরা জাসপ্রিত বুমরাহ। ৪ চার ও ১ ছক্কায় ১৫ বলে ৩১ রান করেন অজি অধিনায়ক। এরপরের বাকি গল্পটা ম্যাথু ওয়েডের।

বুমরাহ-প্যাটেলদের উপর চড়াও হয়ে দলকে এনে দেন বড় পুঁজি। শেষ পর্যন্ত নির্ধারিত ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯০ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ৪ চার ও ৩ ছক্কায় ২০ বলে আনবিটেন ৪৩ রান করেন ওয়েড। ভারতের পক্ষে প্যাটেলের শিকার ২ উইকেট। 

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে উড়ন্ত সূচনা পায় ভারত। জস হ্যাজেলউডের করা ইনিংসের প্রথম ওভারে ৩ ছক্কায় তুলে নেন ২০ রান। পরের দুই ওভারে ভারত তোলে ১০ রান করে। এর মাঝে অ্যাডাম জাম্পার শিকার হয়ে ১০ রানে ফিরেন রাহুল। এরপর কোহলিকে নিয়ে ৪ ওভারেই দলীয় পঞ্চাশ পূর্ণ করেন রোহিত। তবে এরপরেই খেই হারায় ভারত।

নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভার করতে এসে পরপর দুই বলেই জাম্পা তুলে নেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবকে। জিততে শেষ ৩ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৩৩ রান। হার্দিক পান্ডিয়াকে নিয়ে দলকে জয়ের পথেই রাখেন রোহিত। তবে জয় থেকে ১৩ রান দূরে থাকতে সাজঘরে ফিরেন পান্ডিয়া। জয়ের জন্য শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৯ রান। দিনেশ কার্তিককে নিয়ে কাপ্তান রোহিত সেই রান টপকেছেন ৪ বল বাকি থাকতেই। 

ফলে ৬ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরাল স্বাগতিক ভারত। ৪টি করে চার ও ছক্কায় ২০ বলে আনবিটেন ৪৬ রান আসে অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে৷ ২ বলে ১০ রান করেন দিনেশ কার্তিক। অস্ট্রেলিয়ার পক্ষে ১৬ রানে ৩ উইকেট নেন অ্যাডাম জাম্পা। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷