ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সাউদিকে টপকে সাকিবের আরও কাছে রশিদ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২ ০৪:০১

সাকিব আল হাসান ও রশিদ খান। ছবি সংগৃহীত সাকিব আল হাসান ও রশিদ খান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ এশিয়া কাপের চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে আফগানিস্তান। সুপার ফোর নিশ্চিত হওয়ার দিনে দলটি সবচেয়ে বড় তারকা রশিদ খান বাজিমাত করেছে বল হাতে। ৪ ওভারে ২২ রান খরচে নিয়েছে ৩ উইকেট। যাতে করে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দুই নম্বরে ‍উঠে এসেছে এই লেগি। 

 

বর্তমানে এই সংস্করণে সবচেয়ে বেশি উইকেটের মালিক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের উইকেট সংখ্যা ১২২। দ্বিতীয় অবস্থানে ছিলেন নিউজিল্যান্ডের টিম সাউদি। তার ঝুলিতে রয়েছে ১৪৪ উইকেট। বর্তমানে রশিদের উইকেট সংখ্যা ১১৫। 

 

২০১৫ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় রশিদের। ৫৩টি ম্যাচে ১০০তম উইকেট নেন তিনি। ২০ ওভারের ক্রিকেটে শততম উইকেট প্রাপ্তির ক্ষেত্রে যা দ্রুততম। এ ছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে সব মিলিয়ে রশিদ ৪৭২টি উইকেটের মালিক। স্পিনারদের মধ্যে তিনিই বিশ্বের শীর্ষে। 

 

রশিদের পর দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। কলকাতা নাইট রাইডার্সের স্পিনারের ঝুলিতে রয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটের ৪৬৩টি উইকেট। সব মিলিয়েও টি-টোয়েন্টি ক্রিকেট রশিদ দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্র্যাভো। তাঁর উইকেট সংখ্যা ৬০৪।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷