ঢাকা | বুধবার, ২২ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

আজীবন নিষেধাজ্ঞা থেকে মুক্তি চান ওয়ার্নার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০২২ ০৩:৫৮

ডেভিড ওয়ার্নার। ছবি সংগৃহীত ডেভিড ওয়ার্নার। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বছর পাঁচেক আগে  দক্ষিন আফ্রিকা সফরের টেস্ট ম্যাচে বল টেম্পারিং ঘটনায় আজীবন অধিনায়কত্ব থেকে নিষিদ্ধ করা হয়েছিল ডেভিড ওয়ার্নারকে। সেসময় তিনি দলের সহ অধিনায়ক ছিলেন। অপরদিকে অধিনায়ক স্টিভেন স্মিথকে মাত্র দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। এমন নিষেধাজ্ঞা থেকে মুক্তি চান ওয়ার্নার। 

 

এক ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্নার বলেছেন, 'আমাকে এখনো এ ব্যাপারে কেউ বলেনি। আগেও অনেকবার বলেছি, বোর্ডকে এগিয়ে এসে আমার জন্য দরজা খুলে দিতে হবে। তাহলেই তাদের সঙ্গে আমি বসতে পারব এবং কথাবার্তা বলার সুযোগ পাব। '

 

ওয়ার্নারের চাওয়ার সাথে একমত পোষণ করেছেন অজিদের টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। এছাড়া গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ইন্টান্যাশনাল লিগ টি-টোয়েন্টি না খেলে নিজ দেশের বিগ ব্যাশ খেলবেন ওয়ার্নার। প্রায় ১০ বছর পর দ্বিতীয়বার এই লিগে অংশ নিবেন তিনি। 

বিগ ব্যাশে দুই বছরের চুক্তিতে ওয়ার্নার যুক্ত হচ্ছেন সিডনি থান্ডার্সে। দলটি এই ওপেনারকে অধিনায়ক করারও পরিকল্পনা করছে। সেই ম্যাচে মূলত যেভাবেই হোক জিততে হবে- এই মানসিকতা থেকে অন্যায় করে বসেছিলেন ডেভিড ওয়ার্নার।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷