ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

কোহলির রেকর্ড ভেঙে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বাবরের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ জুলাই ২০২২ ২০:৪৬

বাবর আজম। ছবি সংগৃহীত বাবর আজম। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বর্তমান ক্রিকেট বিশ্বে অনেক প্রশ্নের মধ্যে একটি বাবর নাকি কোহলি কে সেরা? সেরা নিয়ে সংশয় থাকলেও দুজনের খেলা যে ক্রিকেট ভক্তরা উপভোগ করে তা বলার অপেক্ষা রাখে না। তবে বর্তমান সময়ে খারাপ সময় কাটাচ্ছেন ভারতীয় তারকা বিরাট কোহলি, অপরদিকে ক্যারিয়ারে মধুর সময়ে বিরাজ করছেন বাবর আজম। রেকর্ডবুকে নিজের জায়গা ভালোভাবে পাকাপোক্ত করছেন পাক অধিনায়ক। কয়েকদিন আগেই কোহলির রাজত্ব নিজের করে নিয়েছেন তিনি। রেকর্ড ভাঙার খবর শুনে সংবাদ সম্মেলনেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আল্লাহর প্রতি। 

 

চলতি মাসের ১৬ তারিখ শুরু হবে শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজ। সিরিজের আগে সংবাদ সম্মেলনে কৃতজ্ঞতার কথা বলেন বাবর। 

আরও পড়ুনঃ পুলিশের ডিএসপি শাহিন আফ্রিদি

“বিরাট কোহলির একটি রেকর্ড আপনি ভেঙেছেন…”, এমন প্রশ্নের জবাবে বাবর বলেন “আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এটির জন্য। অনেক পরিশ্রম জড়িয়ে আছে এতে এবং এজন্যই এটা করতে পেরেছি। সবসময়ই চেষ্টা থাকে ভালো পারফরম্যান্স দেওয়ার।

উল্লেখ্য টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোট ১ হাজার ১৩ দিন শীর্ষে থেকে রেকর্ড ছিল কোহলির। গত বুধবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ভারতীয় গ্রেটকে ছাড়িয়ে যান পাকিস্তানের অধিনায়ক।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷