ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বিগ ব্যাশেও শুরু হচ্ছে ড্রাফট প্রক্রিয়া

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২২ ১৯:৩২

বিগ ব্যাশ৷ ছবি সংগৃহীত বিগ ব্যাশ৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: ২০১১ সালে প্রথমবারের মতো মাঠে গড়িয়েছিল বিগ ব্যাশ লিগ (বিবিএল)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর বিগ ব্যাশকেই সর্বাধিক জনপ্রিয় ক্রিকেট লিগ ধরা হয়ে থাকে। আইপিএলের আর্থিক কাঠামোর সঙ্গে বিগ ব্যাশের তুলনা চলে না। এছাড়াও এতদিন ছিল না কোন ড্রাফট প্রক্রিয়া৷ তবে আগামী মৌসুম থেকেই শুরু হচ্ছে ড্রাফট প্রক্রিয়া।

২০২২-২৩ মৌসুমের বিগ ব্যাশে চার ধাপে বিদেশি ক্রিকেটারদের ড্রাফট প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের শুরু থেকেই চুক্তির মাধ্যমে খেলোয়াড়দের দলে ভেড়ানোর সুযোগ ছিল দলগুলোর।

এখন থেকে বিদেশি ক্রিকেটারদের নিতে হবে ড্রাফট থেকে। আগ্রহী বিদেশি ক্রিকেটাররা গোল্ড, সিলভার, ব্রোঞ্জ এই তিন বিভাগে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।


সেখান থেকেই আটজন শীর্ষ ক্রিকেটারকে প্লাটিনাম বিভাগের জন্য বাছাই করবেন আয়োজকরা। মূলত অন্যসব ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে তাল মেলাতেই এবার ড্রাফটের প্রক্রিয়ায় পা রাখছে বিগ ব্যাশ।

ড্রাফটের আগেই খেলোয়াড়রা কত দিন খেলতে পারবেন সেটা জানাতে হবে। এবারের আসর থেকেই বিগ ব্যাশের দলগুলো একজন করে বিদেশি খেলোয়াড় ধরে রাখতে পারবে।

বিদেশি ক্রিকেটারদের জন্য ড্রাফট থাকলেও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে খেলা ক্রিকেটারদের জন্য উন্মুক্ত থাকছে বিগ ব্যাশ। ফলে আগের মতো তাদের চুক্তির মাধ্যমে দলে ভেড়াতে পারবে দলগুলো।

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷